অক্টোবরে রাজ্যে ৩,২৬৪ টি কন্টেইনমেন্ট জোন ছিল৷ সেখান থেকে ধাপে ধাপে কমে বর্তমানে (২৭ ডিসেম্বর পর্যন্ত) ১,৮৪৫ টি৷ শহর কলকাতায়ও কমেছে কন্টেইনমেন্ট জোনের সংখ্যা৷
কোন জেলায় কতটি কন্টেইনমেন্ট জোন, রইল তার তালিকা৷ রাজ্যের ২৩ টি জেলার মাত্র একটি জেলায় কন্টেইনমেন্ট জোনের সংখ্যা শূন্য৷ আবার কোন কোন জেলায় ৫০০ এর বেশি কন্টেইনমেন্ট জোন রয়েছে৷
এক নজরে রাজ্যের কন্টেইনমেন্ট জোন-
২৭ ডিসেম্বরের তথ্য অনুযায়ী,
- কলকাতায় মাত্র ১ টি কন্টেইনমেন্ট জোন ৷
*হাওড়া ২২ টি ৷
*দক্ষিণ ২৪ পরগনা ৩৩ টি ৷
*উত্তর ২৪ পরগনা ৮ টি ৷
*হুগলি ১৮ টি ৷
*নদিয়া ৪৬ টি ৷
*পূর্ব মেদিনীপুর ২৭ টি ৷
*পশ্চিম মেদিনীপুর ৩৫১ টি৷
*পূর্ব বর্ধমান ৫৬৩ টি৷
*পশ্চিম বর্ধমান শূন্য
*মালদা মাত্র ৪টি ৷
*জলপাইগুড়ি ১৪ টি ৷
*দার্জিলিং মাত্র ৭ টি ৷
*কালিম্পং ১৫ টি ৷
*উত্তর দিনাজপুর ৩৯ টি ৷
*দক্ষিণ দিনাজপুর ১১টি ৷
*মুর্শিদাবাদ ৪৭ টি ৷
*বাঁকুড়া ৪৬ টি ৷
*বীরভূম ১২৭টি ৷
*কোচবিহার ৩৩৫টি ৷
*পুরুলিয়া ৭৮ টি ৷
*আলিপুরদুয়ার ৪৮টি ৷
*ঝাড়গ্রামে মাত্র ১ টি কন্টেইনমেন্ট জোন৷
শহর কলকাতায় ফের কমল কন্টেইনমেন্ট জোনের সংখ্যা৷ পাঁচ থেকে কমে এক৷ এর আগে, এক থেকে বাড়তে বাড়তে পাঁচ হয়েছিল৷ সেই সংখ্যাটা ফের কমায় স্বস্তি শহরবাসীর৷
এক সময় কলকাতা পুর এলাকায় কন্টেইনমেন্ট জোনের সংখ্যা বাড়তে বাড়তে ৩৯ এ পৌঁছে গিয়েছিল৷ অনেক এলাকায় কার্যত ঘরবন্দি ছিলেন শহরবাসী৷ সেখান থেকে ধীরে ধীরে তারা মুক্ত হন৷ কারণ কন্টেইনমেন্ট জোনের সংখ্যা কমতে কমতে মাত্র একটিতে এসেছে৷
নভেম্বরে কলকাতায় ১টি থেকে ৩টি কন্টেইনমেন্ট জোন হয়েছিল৷ সেটা পয়লা ডিসেম্বর আরও বেড়ে পাঁচ হয়েছিল৷ ১৬ ডিসেম্বর বুধবার সেই সংখ্যাটা এক এ নেমে আসে৷ বর্তমানে সেই সংখ্যাটা একই আছে৷
কলকাতা পুরসভা সুত্রে জানা গিয়েছে, নতুন কন্টেইনমেন্ট জোনের তালিকায় রয়েছে, বালিগঞ্জ ফাঁড়ি এলাকার কয়েকটি আবাসন৷ সংক্রমিত এলাকা কলকাতা পুরসভার ৮ নম্বর বোরোর ৬৯ নম্বর ওয়ার্ডের বালাজি এনক্লেভ ,৮ সানি পার্ক এলাকার একাংশ৷