যে হারে সংক্রমণ ছড়াচ্ছে সেই তুলনায় হাসপাতালের বেড শহরে এখনও অপ্রতুল। সম্ভবত সেই কারণেই কোভিড রোগীর ডিসচার্জ পলিসি তথা হাসপাতাল থেকে ছাড়ার নিয়ম বদল করল রাজ্যের স্বাস্থ্য দফতর।
শনিবার রাতে স্বাস্থ্য দফতর হাসপাতালগুলির উদ্দেশে একটি নির্দেশিকা জারি করেছে। তাতে বলা হয়েছে–
মৃদু সংক্রমণ
যে সব কোভিড রোগীর উপসর্গ মৃদু, যাঁরা টানা ৩ দিন অক্সিজেন সাপোর্ট ছাড়া রয়েছেন এবং কোমর্বিড কন্ডিশন নিয়ন্ত্রণে রয়েছে, তাঁদের হাসপাতাল থেকে ডিসচার্জ করে হোম আইসোলেশনে বা কোভিড কেয়ার সেন্টারে পাঠিয়ে দিতে হবে। সংক্রমণ ধরা পড়ার সময় থেকে ১৭ দিন পর্যন্ত তাঁদের আইসোলেশনে থাকতে হবে। এহেন ষাটোর্ধ্ব রোগীদের অবশ্য পুরোপুরি সুস্থ করে তবেই ডিসচার্জ করতে হবে।