বুধবার রাজ্যে আসছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। বিকেলে রাজ্যের ইলেক্টোরাল অফিসার ও পুলিশের নোডাল অফিসারের সঙ্গে বৈঠক করবে কমিশনের ফুল বেঞ্চ।এদিন দুপুরে কলকাতায় আসছে কমিশনের ফুল বেঞ্চ। মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা সহ কমিশনের বাকি শীর্ষ আধিকারিক গুয়াহাটি থেকে কলকাতায় পৌঁছাবেন বলে জানা গিয়েছে । বিমানবন্দর থেকে সরাসরি বৈঠকস্থলের উদ্দেশ্যে রওনা দেবেন কমিশনের প্রতিনিধিদল। বৃহস্পতিবার সকালে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক হওয়ার কথা কমিশনের ফুল বেঞ্চের।মধ্যাহ্নভোজনের পর জেলাশাসক ও পুলিশ সুপারদের সঙ্গে বৈঠক হওয়ার কথা কমিশনের আধিকারিকদের। শুক্রবার, রাজ্যের মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিবের সঙ্গে কমিশনের বৈঠক হওয়ার কথা। ওই বৈঠকে হাজির থাকার কথা রাজ্য পুলিশের ডিজিরও।
নির্বাচনের আগে হিংসাকে রুখতে জেলা আধিকারিক ও পুলিশ সুপারদের নির্দেশ দিয়েছিলেন সুদীপ জৈন। সূত্রের খবর, সেই কাজ কতটা এগিয়েছে, সেই কাজ সম্পন্ন করতে কতটা সময় লাগবে,তা ওই রিপোর্টে উল্লেখ করে কমিশনের বেঞ্চের সামনে পেশ করতে হবে বলে জানা গিয়েছে।