কলকাতা: প্রতিদিনই রাজ্য সরকারের স্বাস্থ্য ভবন থেকে একটি বুলেটিন প্রকাশ করা হয়৷ সেখানে উল্লেখ করা হয় কোন জেলায় কতজন আক্রান্ত ও মৃত৷ এছাড়া কতজন সুস্থ হয়ে উঠেছেন সেই তথ্যও তুলে ধরা হয়েছে৷
মঙ্গলবারের রাজ্য স্বাস্থ্য ভবনের বুলেটিনের তথ্য অনুযায়ী, দেখে নেওয়া যাক কোন জেলায় কতজন আক্রান্ত আর কতজনেরই বা মৃত্যু হয়েছে৷ কতজন সুস্থ হয়ে উঠেছেন৷
বাংলায় এমন কোনও জেলা নেই,যেখানে করোনায় কারও মৃত্যু হয়নি৷ আক্রান্ত তো আছেই৷ সোমবার পর্যন্ত বাকুড়া জেলায় করকারিভাবে মৃতের সংখ্যা শূন্য ছিল৷
উত্তর ২৪ পরগনা– একদিনে আক্রান্ত ৫৯০ জন৷ এই পর্যন্ত মোট আক্রান্ত ৩০ হাজার ৬০৫ জন৷ একদিনে সুস্থ হয়ে উঠেছেন ৭৮০ জন৷ মোট সুস্থ হয়েছেন ২৪,২৫৭ জন৷ গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ১৮ জনের৷ ফলে মোট মৃতের সংখ্যাটা বেড়ে দাঁড়াল ৬৭৭ জনে৷ অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা ৫,৬৭১ জন৷
হাওড়া– একদিনে আক্রান্ত ১৩৪ জন৷ এই পর্যন্ত মোট আক্রান্ত ১২ হাজার ৫৯০ জন৷ একদিনে সুস্থ হয়ে উঠেছেন ২৬৫ জন৷ মোট সুস্থ হয়েছেন ১০,৮৫৫জন৷ গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ২ জনের৷ ফলে মোট মৃতের সংখ্যাটা বেড়ে দাঁড়াল ৩৪০ জনে৷ অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা ১,৩৯৫ জন৷
হুগলি – একদিনে আক্রান্ত ১২২ জন৷ এই পর্যন্ত মোট আক্রান্ত ৬,৯৩৮ জন৷ গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন ৮৬ জন৷ মোট সুস্থ হয়েছেন ৫,২৯৬ জন৷ গত ২৪ ঘন্টায় ১ জনের মৃত্যু হয়েছে৷ মোট মৃতের সংখ্যা ১১৪ জন৷ অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা ১,৫২৮ জন৷
দক্ষিণ ২৪ পরগনা– একদিনে আক্রান্ত ১৫১ জন৷ এই পর্যন্ত মোট আক্রান্ত ১০,২৬০ জন৷ গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন ১৭০ জন৷ মোট সুস্থ হয়েছেন ৮,৩৮৬জন৷ একদিনে ৬ জনের মৃত্যু হয়েছে৷ মোট মৃতের সংখ্যা ১৭৮ জন৷ অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা ১,৬৯৬ জন৷
পশ্চিম বর্ধমান– একদিনে আক্রান্ত ১০৫ জন৷ এই পর্যন্ত মোট আক্রান্ত ৩,১২৩ জন৷ গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন ৯১ জন৷ মোট সুস্থ হয়েছেন ২,২৩৯ জন৷ মোট মৃতের সংখ্যা ২৬ জন৷ অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা ৮৫৮ জন৷
পূর্ব বর্ধমান– একদিনে আক্রান্ত ৭২ জন৷ এই পর্যন্ত মোট আক্রান্ত ২,৪৩৩ জন৷ গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন ৬৫ জন৷ মোট সুস্থ হয়েছেন ১,৯৬২ জন৷ মোট মৃতের সংখ্যা ১৭ জন৷ অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা ৪৫৪ জন৷
পূর্ব মেদিনীপুর– একদিনে আক্রান্ত ১১৪ জন৷ এই পর্যন্ত মোট আক্রান্ত ৫,২০৯ জন৷ গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন ১৯২ জন৷ মোট সুস্থ হয়েছেন ৩,৮০০ জন৷ একদিনে ২ জনের মৃত্যু হয়েছে৷ মোট মৃতের সংখ্যা ৪৯ জন৷ অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা ১,৩৬০ জন৷
পশ্চিম মেদিনীপুর– একদিনে আক্রান্ত ১৯৫ জন৷ এই পর্যন্ত মোট আক্রান্ত ৩,৫৬৩ জন৷ গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন ১৩২ জন৷ মোট সুস্থ হয়েছেন ২,২৪৫ জন৷ মোট মৃতের সংখ্যা ৩৫ জন৷ অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা ১,২৮৩ জন৷
ঝাড়গ্রাম– নতুন করে ৬ জন আক্রান্ত হয়েছেন৷ মোট আক্রান্ত ২০৮ জন৷ এই জেলায় মোট ২ জনের মৃত্যু হয়েছে৷ মোট সুস্থ হয়েছেন ১৫৬ জন৷ অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা ৫০ জন৷
বাঁকুড়া– একদিনে আক্রান্ত ৬২ জন৷ এই পর্যন্ত মোট আক্রান্ত ২,১৩৫ জন৷ এই প্রথম জেলায় একজনের মৃত্যু হল৷ একদিনে সুস্থ হয়ে উঠেছেন ৭৩ জন৷ মোট সুস্থ হয়েছেন ১,৫৪২ জন৷ অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা ৫৯২ জন৷
পুরুলিয়া– একদিনে আক্রান্ত ৯৮ জন৷ এই পর্যন্ত মোট আক্রান্ত ১,০০৩ জন৷ এই জেলায় মাত্র ১ জনের মৃত্যু হয়েছে৷ একদিনে সুস্থ হয়ে উঠেছেন ২০ জন৷ মোট সুস্থ হয়েছেন ৫৭৭জন৷ অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা ৪২৫ জন৷
বীরভূম– একদিনে আক্রান্ত ৫১ জন৷ এই পর্যন্ত মোট আক্রান্ত ১,৫৬১জন৷ মোট মৃতের সংখ্যা ১২ জন৷ একদিনে সুস্থ হয়ে উঠেছেন ৩৫ জন৷ মোট সুস্থ হয়েছেন ১,২২৮ জন৷ অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা ৩২১ জন৷
নদীয়া– একদিনে আক্রান্ত ১২৩ জন৷ এই পর্যন্ত মোট আক্রান্ত ৩,০৮১ জন৷ গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন ১০১ জন৷ মোট সুস্থ হয়েছেন ২,৩৫১ জন৷ মোট মৃতের সংখ্যা ৩১ জন৷ অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা ৬৯৯ জন৷
মুর্শিদাবাদ– একদিনে আক্রান্ত ৮১ জন৷ এই পর্যন্ত মোট আক্রান্ত ২,৯১১ জন৷ গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন ৭৫ জন৷ মোট সুস্থ হয়েছেন ২,০৫৪ জন৷ মোট মৃতের সংখ্যা ৩৪ জন৷ অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা ৮২৩ জন৷
মালদহ– একদিনে আক্রান্ত ৬৩ জন৷ এই পর্যন্ত মোট আক্রান্ত ৪,৬২৮ জন৷ গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন ৩৪ জন৷ মোট সুস্থ হয়েছেন ৩,৮৯৭ জন৷ মোট মৃতের সংখ্যা ৩৩ জন৷ অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা ৬৯৮ জন৷
দক্ষিণ দিনাজপুর– একদিনে আক্রান্ত ৬৬ জন৷ এই পর্যন্ত মোট আক্রান্ত ৩,৪৮৭ জন৷ গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন ৯২ জন৷ মোট সুস্থ হয়েছেন ২,৫০৬ জন৷ মোট মৃতের সংখ্যা ২৩ জন৷ অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা ৯৫৮ জন৷
উত্তর দিনাজপুর– একদিনে আক্রান্ত ৪৬ জন৷ এই পর্যন্ত মোট আক্রান্ত ২,০৮৬ জন৷ গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন ৯৫ জন৷ মোট সুস্থ হয়েছেন ১,৭৫৬ জন৷ মোট মৃতের সংখ্যা ২০ জন৷ অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা ৩১০ জন৷
জলপাইগুড়ি– একদিনে আক্রান্ত ৯১ জন৷ এই পর্যন্ত মোট আক্রান্ত ২,৯৮২ জন৷ গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন ৮৭ জন৷ মোট সুস্থ হয়েছেন ২,২৪১ জন৷ মোট মৃতের সংখ্যা ৩০ জন৷ অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যাটা বেড়ে ৭১১ জন৷
কালিম্পং– একদিনে মাত্র ৬ জন আক্রান্ত৷ এই পর্যন্ত মোট আক্রান্ত ৪২৯ জন৷ মোট মৃতের সংখ্যা ৩ জন৷ মোট সুস্থ হয়েছেন ৩২০ জন৷ অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা ১০৬ জন৷
দার্জিলিং– একদিনে আক্রান্ত ৮০ জন৷ এই পর্যন্ত মোট আক্রান্ত ৪,৪৯৬ জন৷ গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন ৭৪ জন৷ মোট সুস্থ হয়েছেন ৩,৫৫৭ জন৷ মোট মৃতের সংখ্যা ৬৩ জন৷ অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা ৮৭৬ জন৷
কোচবিহার– একদিনে আক্রান্ত ৮৯ জন৷ এই পর্যন্ত মোট আক্রান্ত ২,২৫৪ জন৷ এই জেলায় মোট ৫ জনের মৃত্যু হয়েছে৷ একদিনে সুস্থ হয়ে উঠেছেন ২৯ জন৷ মোট সুস্থ হয়েছেন ১,৭৬৭ জন৷ অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা ৪৮২ জন৷
আলিপুরদুয়ার– একদিনে আক্রান্ত ৭৮ জন৷ এই পর্যন্ত মোট আক্রান্ত ১,৪৯০ জন৷ গত ২৪ ঘন্টায় ১ জনের মৃত্যু হয়েছে৷ মোট মৃতের সংখ্যা মাত্র ৯ জন৷ একদিনে সুস্থ হয়ে উঠেছেন ৭৮ জন৷ মোট সুস্থ হয়েছেন ১,০১৬ জন৷ অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা ৪৬৫ জন৷