উত্তর ও দক্ষিণবঙ্গ মিলিয়ে আজ পাঁচ জেলার ৪৪ আসনে বিধানসভা নির্বাচন। আলিপুরদুয়ারের ৫টি ও কোচবিহারের ৯টি আসনে আজ ভোটগ্রহণ। হাওড়ার ৯টি আসনে ভোট। হুগলি জেলার ১০টি ও দক্ষিণ ২৪ পরগনার ১১টি আসনে আজ ভোটগ্রহণ।
সকাল ১১.৩৫: ফের অশান্তি কসবায়৷ বিজেপি প্রার্থীকে মারধরের অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে৷ কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে তুমুল তর্কাতর্কি বিজেপি প্রার্থী ইন্দ্রনীল খাঁর৷
সকাল ১১.৩৫: শীতলকুচির জোড়পাটকিতে গুলি৷ ‘কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে উসকানি মমতা বন্দ্যোপাধ্যায়ের, তারই জেরে বাহিনীর উপর আক্রমণ’, মন্তব্য় বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকের৷
সকাল ১১.৩৪: শীতলকুচির জোড়পাটকিতে গুলি কেন্দ্রীয় বাহিনীর৷ বিনা প্ররোচনায় গুলি চালায় কেন্দ্রীয় বাহিনী৷ অভিযোগ নিহতদের পরিবারের৷
সকাল ১১.৩০: শীতলকুচির জোড়পাটকিতে গুলি কেন্দ্রীয় বাহিনীর৷ গুলিবিদ্ধ হয়ে মৃত্য়ু চারজনের৷ সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স বা CAPF গুলি চালায়৷ ঘটনা সম্পর্কে বিস্তারিতভাবে খোঁজ নিচ্ছে নির্বাচন কমিশন৷
সকাল ১১.২২: শীতলকুচির জোড়পাটকিতে CAPF গুলি চালিয়েছে। স্পষ্ট করে জানিয়ে দিল নির্বাচন কমিশন।
সকাল ১১.২২: ভাঙড়ের সাঁইহাটিতে উত্তেজনা। আইএসএফ কর্মীদের ভোট দিতে যাওয়ার পথে বাধা দেওয়ার অভিযোগ। হেনস্থার অভিযোগ ভাঙড়ের আইএসএফ প্রার্থী নৌশাদ সিদ্দিকিকে।
সকাল ১১.০৮: শীতলকুচির জোড় পাটকিতে গুলি৷ শীতলকুচির ১২৬ নং বুথের বাইরে গুলি। গুলিবিদ্ধ হয়ে মৃত্য়ু ৪ জনের৷ কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ৷ নিহতরা তৃণমূলের সমর্থক বলে দাবি। অ্যাকশন টেকেন রিপোর্ট চাইল নির্বাচন কমিশন। মাথাভাঙা হাসপাতালে মৃতদেহগুলি আনা হয়েছে। হাসপাতালে ভিড় তৃণমূল কর্মী-সমর্থকদের। মোট ৮ জনের গুলি লেগেছে বলে দাবি।
সকাল ১১.০৭: চুঁচুড়ায় বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের গাড়িতে ভাঙচুর। কমিশনে নালিশ বিজেপি প্রার্থীর। ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
সকাল ১১.০২: কোচবিহারের সুটকাবাড়িতে বিজেপি সমর্থকদের ভোট দিতে যেতে বাধা৷ বোমা-বন্দুক নিয়ে ভয় দেখানোর অভিযোগ৷ এক বিজেপিকর্মীকে বেধড়ক মারধর৷ অভিযুক্ত তৃণমূল৷
সকাল ১০.৪৮: বেহালার মল্লিকপুরে তৃণমূল-বিজেপি সংঘর্ষ৷
সকাল ১০.৪৬: দিনহাটায় তৃণমূল প্রার্থী উদয়ন গুহর উপর হামলা। বিজেপির বিরুদ্ধে অভিযোগ। উদয়ন গুহর গাড়ি ঘিরে ধরে ভাঙচুরের অভিযোগ৷ আঘাত লেগেছে তৃণমূল প্রার্থীরও৷ নির্বাচন কমিশনে নালিশ৷
সকাল ১০.৪৪: ভাঙড়ে বুথের বাইরে নকল ইভিএম দেখিয়ে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।
সকাল ১০.৪০: কসবার ধানকল এলাকায় বেশ কয়েকটি বাড়িতে ঢুকে ভোটার কার্ড কেড়ে নেওয়ার অভিযোগ। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ। অভিযোগ অস্বীকার।
সকাল ১০.৩৪: চুঁচুড়ার বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্য়ায়ের গাড়ি ভাঙচুর৷ চুঁচুড়ার ৬৬ নং বুথে ছাপ্পা ভোটের অভিযোগ লকেটের৷ প্রতিবাদ করলে লকেটের উপর হামলার অভিযোগ। ইটের ঘায়ে হাতে চোট পেয়েছেন লকেট। পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ লকেট চট্টোপাধ্যায়ের।
সকাল ১০.৩২: টালিগঞ্জে ‘ভুয়ো’ ভোটার ধরলেন বাবুল সুপ্রিয়। টালিগঞ্জের ব্রহ্মপুরে উত্তেজনা। বাবুলকে ঘিরে বিক্ষোভ স্থানীয়দের একাংশের।
সকাল ১০.৩০: বেহালা পূর্বের হরিদেবপুরে উত্তজনা। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে বচসা তৃণমূল প্রার্থী রত্না চট্টোপাধ্যায়ের। গন্ডগোল বাধানোর চেষ্টা করছে বিজেপি, অভিযোগ রত্নার।
সকাল ১০.১৭: কোচবিহারের পাঠানখুলিতে তৃণমূল-বিজেপি সংঘর্ষে ধুন্ধুমার পরিস্থিতি। খবর পেয়ে এলাকায় যায় পুলিশ। বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সকাল ১০.১১: লিলুয়ায় ছাপ্পা ভোটের অভিযোগ। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ বিজেপির। প্রতিবাদে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের ঘিরে বিক্ষোভ।
সকাল ১০.০৬: বেহালা পশ্চিম কেন্দ্রের ১২৭ নম্বর বুথে বিজেপির এজেন্টকে মারধর করে বের করে দেওয়া হয়েছে বলে অভিযোগ বিজেপি প্রার্থী শ্রাবন্তীর।https://googleads.g.doubleclick.net/pagead/ads?client=ca-pub-6188723200992145&output=html&h=280&adk=2407560538&adf=1790064474&pi=t.aa~a.829776362~i.42~rp.4&w=696&fwrn=4&fwrnh=100&lmt=1618036262&num_ads=1&rafmt=1&armr=3&sem=mc&pwprc=5693875123&psa=1&ad_type=text_image&format=696×280&url=https%3A%2F%2Fwww.kolkata24x7.com%2Fwest-bengal-assembly-election-live%2F&flash=0&fwr=0&pra=3&rh=174&rw=696&rpe=1&resp_fmts=3&wgl=1&fa=27&adsid=ChEI8Pa_gwYQ1P7IiLmgkZbyARJIACbJObW_9LdrU9USl6bMmLeGQ2FnFd4kUv5YYdBP9GpW-T4o8gYW_Qype3YmKLggMN404QFVoAVxqod1CAV7hypKuBNFEfXR&uach=WyJXaW5kb3dzIiwiMTAuMCIsIng4NiIsIiIsIjg5LjAuNDM4OS4xMTQiLFtdXQ..&dt=1618036238653&bpp=5&bdt=1134&idt=5&shv=r20210406&cbv=r20190131&ptt=9&saldr=aa&abxe=1&cookie=ID%3D40eeee728da31d95%3AT%3D1618036257%3AS%3DALNI_MYdoXuQrGRNg5ODMTAR7oAPRtqFFg&prev_fmts=0x0%2C336x280%2C728x90%2C696x280%2C696x280%2C1519x722&nras=5&correlator=8183563484063&frm=20&pv=1&ga_vid=2053313747.1594367788&ga_sid=1618036238&ga_hid=2021638103&ga_fc=0&u_tz=-420&u_his=3&u_java=0&u_h=864&u_w=1536&u_ah=824&u_aw=1536&u_cd=24&u_nplug=3&u_nmime=4&adx=226&ady=2695&biw=1519&bih=722&scr_x=0&scr_y=0&eid=44740079%2C44739387&oid=3&psts=AGkb-H8zxMdXMklAXTnndHOVRHqru6EhzPVgjTSQ1JGqnGCcpvgZu8Sj-w16HGaIQWDWpTMezXNi6SZnL_wR&pvsid=2152270419475209&pem=963&ref=https%3A%2F%2Fwww.kolkata24x7.com%2F&eae=0&fc=1408&brdim=0%2C0%2C0%2C0%2C1536%2C0%2C1536%2C824%2C1536%2C722&vis=1&rsz=%7C%7Cs%7C&abl=NS&cms=2&fu=128&bc=31&jar=2021-04-10-06&ifi=7&uci=a!7&btvi=3&fsb=1&xpc=zvLG2slF27&p=https%3A//www.kolkata24x7.com&dtd=23492
সকাল ১০.০১: সকাল ৯ টা পর্যন্ত রাজ্য়ে ভোটদানের হার ১৫.৮৫ শতাংশ। কোচবিহারে সকাল ৯টা পর্যন্ত ভোটদানের হার ১৫.৮৫ শতাংশ। আলিপুরদুয়ারে ১৭.৯৭ শতাংশ ভোট পড়েছে। দক্ষিণ ২৪ পরগনায় ১৩.২৬ শতাংশ, হাওড়ায় ১৭.৪৮ শতাংশ এবং হুগলিতে সকাল ৯টা পর্যন্ত ১৭.০৪ শতাংশ ভোট পড়েছে।
সকাল ১০: শীতলকুচির পাগলা পীরে বিজেপি-তৃণমূল সংঘর্ষ। একে অপরের বিরুদ্ধে ধারালো অস্ত্র নিয়ে হামলার অভিযোগ দু’পক্ষের। সংঘর্ষে জখম উভয়পক্ষের বেশ কয়েকজন।
সকাল ৯.৪৯: তুমুল উত্তেজনা শীতলকুচিতে। শীতলকুচিতে গুলিবিদ্ধ হয়ে মৃত্য়ু ১৮ বছরের যুবকের। পাঠানটুলিতে পথে নেমে প্রতিবাদ নিহত যুবকের পরিবার ও গ্রামবাসীদের। রাস্তা আটকে বিক্ষোভ মহিলাদের। তৃণমূলের পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ বিজেপি সমর্থকদের। বেশ কয়েকজন যুবককে লাঠি, বাঁশ নিয়ে বেধড়ক মারধর গ্রামবাসীদের। মারধরে মাথা ফাটল এক যুবকের।
সকাল ৯.৩১: সোনারপুরের চামুরাট গ্রামে ভোটারদের ভোট দিতে যাওয়ার পথে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। প্রতিবাদে পথ অবরোধ গ্রামবাসীদের।
সকাল ৯.৩১: দিনহাটার ভেটাগুড়িতে তৃণমূল এজেন্টের ভাইপোকে অপহরণ করে মারধরের অভিযোগ। বিজেপির বিরুদ্ধে অভিযোগ। কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ।
সকাল ৯.৩০: গাঙ্গুলিবাগানের রায়পুরে ৩০৮ নং বুথের ভিতরে সিপিএম এজেন্টের চোখে লঙ্কার গুঁড়ো ছড়ানোর অভিযোগ।
সকাল ৯.২১: চতুর্থ দফার ভোটের আগে উত্তর দিনাজপুরের গোয়ালপোখরে খুন বিহার পুলিশের এক অফিসার। গোয়ালপোখরের পান্তাপাড়া গ্রামে নিহত পুলিশ অফিসার। শুক্রবার রাতে এলাকায় এক অভিযুক্তকে ধরতে আসে বিহারের কিষাণগঞ্জ থানার পুলিশ। দুষ্কৃতীরাই ওই পুলিশ অফিসারকে খুন করেছে।
সকাল ৯.১৯: দিনহাটার ভেটাগুড়িতে পুলিশকে ঘিরে বিক্ষোভ ভোটারদের। বুথে যাওয়ার পথে বাধা দেওয়ার অভিযোগ। বিজেপির বিরুদ্ধে অভিযোগ ভোটারদের।
সকাল ৯.১৬: কসবার কুষ্টিয়া মোড়ে বেআইনি জমায়েত সরাতে কেন্দ্রীয় বাহিনীর তৎপরতা। কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে বচসা, ধাক্কাধাক্কি বিজেপি প্রার্থীর। ‘ইভিএমের পাশে তৃণমূলের এজেন্ট বসে আছেন’ বলে দাবি বিজেপি প্রার্থী ইন্দ্রনীল খাঁয়ের।
সকাল ৯.০৯: শীতলকুচিতে গুলিবিদ্ধ হয়ে মৃত্য়ু ১৮ বছরের যুবকের৷ ম্য়াজিস্ট্রেটের সামনে দেহের ময়নাতদন্ত
হবে।
সকাল ৯.০৩: চতুর্থ দফার ভোটের বলি সদ্য় ১৮-তে পা রাখা যুবক৷ জীবনে প্রথমবার ভোটের লাইনে দাঁড়াতে গেলে গুলি৷ কোচবিহারের শীতলকুচিতে গুলিবিদ্ধ হয়ে মৃত্য়ু ১৮ বছরের যুবকের৷ মৃত যুবক বিজেপি সমর্থক বলে দাবি৷ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ৷ অভিযোগ অস্বীকার শাসকদলের৷
সকাল ৮.৫৮: ফের উত্তপ্ত শীতলকুচি৷ পাটকিতে ভোটারদের ভোট দিতে আসার পথে বাধা দেওয়ার অভিযোগ৷ ২৬৫ নম্বর বুথে বিজেপি এজেন্টকে বাধা দেওয়ার অভিযোগ।
সকাল ৮.৫৪: ‘বিভিন্ন জায়গায় এজেন্টদের ভয় দেখানো হচ্ছে।’, বললেন কসবার সিপিএম প্রার্থী শতরূপ ঘোষ৷
সকাল ৮.৫৩: কোচবিহারের শীতলকুচিতে গুলি। এক বিজেপিকর্মী গুলিবিদ্ধ হয়েছেন বলে দাবি৷ রিপোর্ট তলব নির্বাচন কমিশনের। সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারকে ফোন কমিশনের কর্তাদের৷
সকাল ৮.৪৯: তুফানগঞ্জে বিজেপির ক্যাম্প অফিসে ‘হামলা’৷
সকাল ৮.৪৫: টালিগঞ্জের গান্ধী কলোনিতে ১৭৬ নং বুথে বিজেপি এজেন্টকে বসতে ‘বাধা’। এলাকায় যান বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়। প্রয়োজনীয় নথি না থাকায় বিজেপি এজেন্টকে বুথে বসতে বাধা দেওয়া হয় বলে দাবি। পরে নথি এনে বুথে ঢোকেন এজেন্ট।
সকাল ৮.৪১: বালিতে বিজেপি এজেন্টদের মারধরের অভিযোগ। বুথ ছেড়ে চলে যেতে হুমকি। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ। পরে বিজেপি প্রার্থী বৈশালী ডালমিয়া এজেন্টদের নিয়ে গিয়ে বুথে বসিয়েছেন। ‘বুথে-বুথে এজেন্টদের ভয় দেখাচ্ছে, ভোটারদের ভয় দেখাচ্ছে তৃণমূল। হুন্ডামি করে আটকানো যাবে না।’, বললেন বিজেপি প্রার্থী বৈশালী ডালমিয়ার।
সকাল ৮.৩৫: ফের উত্তপ্ত কোচবিহারের শীতলকুচি। তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্য়ে সংঘর্ষ৷ একজনের মাথা ফেটে যায়৷ সংঘর্ষ ঘিরে গুলি চলে বলেও অভিযোগ৷ দফায়-দফায় পথ অবরোধ বিজেপি-তৃণমূলের৷ অবরোধ তুলতে পুলিশের লাঠি৷
সকাল ৮.৩০: ভাঙড়ের কাশীপুরে পুলিশি তৎপরতা। বেআইনি জমায়েত সরাতে ঘটনাস্থলে বারুইপুরের পুলিশ সুপার। সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। বাড়ি-বাড়ি গিয়ে ভোটারদের আশ্বাস।
সকাল ৮.২০: ‘থানার ওসির সঙ্গে কথা বলেছি, যারা ভাঙচুর করেছে, সবাই গ্রেফতার হয়েছে৷’ বললেন বেহালা পূর্ব বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী পায়েল সরকার। ‘আক্রান্ত’ বিজেপি কর্মীদের বাড়িতে পায়েল।
সকাল ৮.১৯:বেহালার রামজীবনপুরে বিজেপিকর্মীদের বাড়িতে ‘ভাঙচুর’৷ গ্রেফতার ৩ তৃণমূলকর্মী৷ যদিও অভিযোগ অস্বীকার ধৃতদের। চক্রান্ত করে তাদের ফাঁসানো হয়েছে বলে অভিযোগ।
সকাল ৮.১৬: পাটুলিতে সিপিএমের মহিলা এজেন্টকে মারধর। অভিযুক্ত তৃণমূল
সকাল ৮.০৭: কসবায় বিজেপি প্রার্থীকে ঘিরে বিক্ষোভ। বিজেপি প্রার্থী ইন্দ্রনীল খাঁকে ঘিরে ধরে তৃণমূল কর্মীদের বিক্ষোভ। তিনজনকে আটক করেছে পুলিশ।
সকাল ৭.৪৮: কেন্দ্রীয় বাহিনির ভূমিকা নিয়ে হাওড়া ও যাদবপুরে প্রবল অসন্তোষ।
সকাল ৭.৩৭: হাওড়া আন্দুলের পোদরা শিবতলা স্কুল, বুথ নং ২-এ ইভিএম খারাপ। উলুবেড়িয়া পুরসভার ২০ নং ওয়ার্ডের ১৭৪ নং বুথের ইভিএম মেশিন খারাপ। রঘুদেবপুরের ৩৮ নং বুথে একটা ইভিএম খারাপ। খলিশানী ৮ নং বুথে ইভিএম খারাপ।
সকাল ৭.৩৫: রামজীবনপুরে বিজেপি কর্মীদের বাড়িতে হামলার অভিযোগে গ্রেফতার ৩।
সকাল ৭.৩১: কসবায় বিজেপি প্রার্থী ইন্দ্রনীল খাঁকে ঘিরে বিক্ষোভ। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ। ইন্দ্রনীলের অভিযোগ, ভোটারদের প্রভাবিত করার অভিযোগ পেয়ে এসেছেন। ভোটারদের অভিযোগ, ১০০০ টাকা দিচ্ছেন তিনি। প্রভাবিত করছেন তিনি।
সকাল ৭.২০: বেলুড়ের লালবাবা কলেজে বিজেপি এজেন্টকে বসতে জেওয়া নিয়ে মতবিরোধ। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ। পালটা অভিযোগ তৃণমূলের। কেন্দ্রীয় বাহিনী গিয়ে সমস্যা মেটায়।
সকাল ৭.০৮: কসবায় বিজেপি কর্মীর বাড়িতে হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে৷
সকাল ৬.৫৩: বেহালায় বিজেপি কর্মীদের বাড়িতে হামলার অভিযোগ। রামজীবনপুরে অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বিজেপি কর্মীদের বাড়িতে ইটবৃষ্টি ও গাড়ি ভাঙচুর। অভিযোগ অস্বীকার তৃণমূলের।
সকাল ৬.৪৮: কোচবিহারের শীতলকুচিতে রাতভর বোমাবাজি। বেধড়ক মারধরে গুরুতর জখম এক বিজেপি কর্মী। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ। প্রতিবাদে লাঠি হাতে অবরোধ বিজেপি কর্মীদের।
সকাল ৬.৩৫: বিজেপি প্রার্থী রিঙ্কু নষ্করকে ধাক্কাধাক্কির অভিযোগ তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও তাঁকে বুথ থেকে বের করে দেন বলে অভিযোগ প্রার্থীর।
সকাল ৬.৩৩: যাদবপুরের শহিদ স্মৃতি কলোনিতে বিজেপি এজেন্টকে মারধরের অভিযোগ। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ।
সকাল ৬.৩১: ভোট শুরুর আগে যাদবপুরে অশান্তি। পাটুলিতে সিপিএমের এজেন্টকে বেধড়ক মার। তৃণমূলের বিরুদ্ধে মারধরের অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তী।
সকাল ৬.৩০: ভাঙড়ে তৃণমূল কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ আইএসএফের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার আইএসএফের।