ভোট প্রচারে আজ কলকাতায় অমিত শাহ (Amit Shah)। দিনভর একাধিক কর্মসূচি রয়েছে তাঁর। জনসংযোগ করবেন মমতার (Mamata Banerjee) গড় ভবানীপুরে। মধ্যাহ্নভোজ সারবেন দলের এক প্রবীণ সদস্যের বাড়িতে। এরপর যোগ দেবেন রোড শো-তে।
বাংলার নির্বাচনকে (West Bengal Assembly Elections) পাখির চোখ করেছে বিজেপি। নিয়মিত বঙ্গ সফরে আসছেন মোদি, অমিত শাহ, জেপি নাড্ডারা। শুক্রবার সকালেই কলকাতা এসেছেন অমিত শাহ। বেলা ১২ টায় সাংবাদিক বৈঠক করবেন তিনি। এরপর ভবানীপুর এলাকায় বাড়ি বাড়ি গিয়ে নির্বাচনী প্রচার করবেন। তারপর ৭০ নম্বর ওয়ার্ড, ১৫-এ জাস্টিস চন্দ্রমাধব লেনে দলের প্রবীণ সদস্য সমরেন্দ্রপ্রসাদ বিশ্বাস ওরফে জুপ্পি দার বাড়ি যাবেন তিনি। সেখানেই মধ্যহ্নভোজ সারবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। কী থাকছে মেনুতে? জানা যাচ্ছে, এদিন শাহি মেনুতে থাকছে, লুটি, রুটি ও ভাত। এর সঙ্গে থাকবে বেগুন ভাজা, কুমড়ো ভাজা, ঢ্যাঁড়স ও পটলের সবজি, ধোঁকার ডালনা, ছানার ডালনা, আমের চাটনি, সন্দেশ, রসগোল্লা, মিষ্টি দই। সূত্রের খবর, মধ্যাহ্নভোজের পর প্রথমে জগদ্দলে রোড শো করবেন তিনি। এরপর ৬ টায় মধ্যমগ্রামে রোড শো করার কথা তাঁর।
[আরও পড়ুন: রুদ্রনীল ঘোষের ফ্লেক্স ছেঁড়াকে কেন্দ্র করে তৃণমূল-বিজেপি সংঘর্ষ, ইটবৃষ্টিতে রণক্ষেত্র চেতলা]
জানা গিয়েছে, বিজেপির (BJP) প্রতিষ্ঠাকাল থেকেই দলের সঙ্গে রয়েছেন সমরেন্দ্রপ্রসাদ বিশ্বাস। বর্তমানে তাঁর বয়স ৮৯। আজও বিজেপির একনিষ্ঠ কর্মী তিনি। পূর্বে জলপাইগুড়ি থাকাকালীন বিজেপির একাধিক তাবড় তাবড় নেতা তার সঙ্গে দেখা করেছেন। বর্তমানে কর্মসূত্রে সমরেন্দ্রবাবুর ছেলে কলকাতার বাসিন্দা। তাই তিনিও থাকেন এই শহরেই। প্রচারে ভবানীপুরে এসে সমরেন্দ্রপ্রসাদ বিশ্বাসের সঙ্গে দেখা করার কথা ছিল অমিত শাহের। সূত্রের খবর, বৃহস্পতিবার রাতে বিজেপির তরফে একথা জানানো হলে শাহকে মধ্যাহ্নভোজের আমন্ত্রণ জানান দলের ওই প্রবীণ সদস্য। তাতে সম্মতি দিয়েই শুক্রবার বিশ্বাস পরিবারে মধ্যাহ্নভোজ করবেন শাহ। সকাল থেকেই প্রস্তুতি চলছে ওই বাড়িতে।