নথিপত্র সব আসানসোলের বাড়িতে। মনোনয়নপত্র পেশের জন্য এসব তো লাগবে! সোমবারই ‘হিন্দু সংহতি’-র সভাপতি দেবতনু ভট্টাচার্য তাই কলকাতা থেকে গেলেন আসানসোলে। পরিকল্পনা ঠিক থাকলে মঙ্গলবার মনোনয়ন পেশ করে পুরোদস্তুর নেমে যাবেন প্রচারে।
জীবনে এই প্রথম ভোটে লড়া। বিজেপি ওঁকে প্রার্থী করেছে আমতা বিধানসভা কেন্দ্রে। বিজেপি-র পক্ষে শক্ত আসন। ২০১৬-তে জিতেছিলেন কংগ্রেস প্রার্থী। ‘১৯-এর লোকসভা ভোটে বিজেপি-র চেয়ে এগিয়েছিল তৃণমূল। কিন্তু দেবতনুবাবুর আশা, এবার এই আসনে জিতবে বিজেপি।
বিশ্বাসের ভিত্তিটা কোথায়? দেবতনুবাবুর বক্তব্য, “দেখুন, ’হিন্দু সংহতি’-র ভিত্তিটা ভাল। এতে প্রচারে সুবিধা হবে। আর লোকসভা নির্বাচনে তৃণমূল জিতেছিল মুস্লিমদের ভোটে। এবার ওদের ভোটের একটা বড় অংশ যাবে জোটপ্রার্থীর পক্ষে। তৃণমূল হবে তৃতীয়।
জন্ম, স্কুল-কলেজ সবই আসানসোলে। বিজ্ঞানে স্নাতক হওয়ার পর আরএসএস-এর প্রচারক হিসাবে যোগ দেন। প্রায় দেড় দশক সঙ্ঘের বিভিন্ন দায়িত্ব পালনের পর ২০১৩-তে যোগ দেন ’হিন্দু সংহতি’-তে। ’১৭ থেকে এর সভাপতি। “আব্বাসদের উদ্ভব ও বিবর্তনের কাহিনী শুনিয়ে ‘হিন্দুস্থান সমাচার’-কে বললেন, “এদের সঙ্গে শেষ পর্যন্ত হাত মেলাল বাম-কংগ্রেস। সর্বনাশ হয়ে যাবে। হিন্দুরা বুঝতে পারছে না, কোন দিকে যাচ্ছে এই রাজ্য। সর্বনাশ হয়ে যাবে! আমাদের বাঁচার জন্যই জেতাতে হবে বিজেপি-কে।“
2021-03-21