দশম ও দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। করোনা পরিস্থিতির জেরে এবছর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার আগে টেস্ট পরীক্ষা নেওয়া হবে না বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টেস্ট পরীক্ষা ছাড়াই এবার সবাই মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় পড়ুয়ারা বসতে পারবেন বলে জানিয়েছেন তিনি।
রাজ্যের করোনা পরিস্থিতি এখনও উদ্বেগজনক। প্রতিদিন বাড়ছে সংক্রমণ। হাজার-হাজার মানুষ নতুন করে করোনায় সংক্রমিত হচ্ছেন। পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুও। রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সবরকম প্রচেষ্টা চালাচ্ছে সরকার।
করোনাকালে পড়ুয়াদের নিয়ে উদ্বেগে রাজ্য প্রশাসন। তাঁদের সুরক্ষাকেই সর্বাপেক্ষা গুরুত্ব দেওয়া হচ্ছে। বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, এবছর দশম ও দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের টেস্ট পরীক্ষা নেওয়া হবে না। সবাই টেস্ট পরীক্ষা না দিয়েই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা বসতে পারবে।
বুধবার দশম ও দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের নিয়ে এই ঘোষণার পাশাপাশি টেট উত্তীর্ণদের নিয়েও বড় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। করোনা পরিস্থিতির মধ্যেই চাকরির দাবিতে সরব হয়েছেন টেট উত্তীর্ণরা। তবে বর্তমান পরিস্থিতিতে চাকরিপ্রার্থীদের জন্য তৎপরতা নিতে পারেনি সরকার।
তবে এদিন টেট উত্তীর্ণদের আশ্বস্ত করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাংবাদিক বৈঠকে তিনি জানিয়েছেন, টেট উত্তীর্ণদের সবাই চাকরি পাবেন। টেট উত্তীর্ণদের নিয়োগ করবে রাজ্য সরকার। করোনা কমলেই টেট উত্তীর্ণদের চাকরিতে নিয়োগ করা হবে। মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, সাড়ে ১৬ হাজার শূন্যপদে নিয়োগ করা হবে টেট উত্তীর্ণদের। ২ মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ করা হবে বলেও এদিন আশ্বাস দিয়েছেন তিনি।