চতুর্থ দফার ভোটে শেষ প্রচার বৃহস্পতিবার। আর শেষবেলার প্রচারে তুলতে তৎপর সব শিবিরই। আজ তৃণয়মূলের হয়ে প্রচার করবেন সমাজবাদী পার্টির সাংসদ তথা বর্ষীয়ান অভিনেত্রী জয়া বচ্চন। অন্যদিকে বিজেপির হয়ে প্রচারে ঝড় তুলতে চলেছেন ‘মহাগুরু’ মিঠুন চক্রবর্তী। বৃহস্পতিবার হাওড়া শিল্পাঞ্চলের দিকে মূলত প্রচার সারবেন জয়া। অন্যদিকে বেশ কয়েকদিন রাজ্যের গ্রামাঞ্চলে প্রচার সারলেন মিঠুন। এবার চতুর্থ দফার প্রচারে কলকতার বুকে মিঠুন চক্রবর্তী। জানা যাচ্ছে, আজ বেহালা থেকেই তিনি প্রচার শুরু করবেন। বেহালা পূর্বের বিজেপি প্রার্থী পায়েল সকারের হয়ে রোড শো করবেন মিঠুন। এরপর টালিগঞ্জের প্রার্থী বাবুল সুপ্রিয়র হয়ে প্রচারে থাকছেন তিনি।
অন্যদিকে তৃণমূলনেত্রী একচুলও থেমে থাকছেননা। আজ পাঁচ বিধানসভা কেন্দ্রে জনসভা করবেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বেহালা, টালিগঞ্জ ও যাদবপুরে মমতা বন্দ্যোপাধ্যায় প্রচারে থাকবেন। একইভাবে উত্তরবঙ্গে তিনটি জনসভায় ভাষণ দেবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। দিলীপ ঘোষের ওপর গতকালই হামলা হয়েছিল শীতলকুচিতে। সামান্য আহতও হন তিনি। তবুও থেমে থাকার পাত্র নন দিলীপবাবু। বৃহস্পতিবার সকাল থেকেই কোচবিহারের মাথাভাঙায় রোড শো করলেন তিনি। এছাড়া আরও কয়েকটি র্যালি ও রোড শো করবেন বিজেপির রাজ্য সভাপতি।
2021-04-08