সোমবার পাহাড়ে ভোট প্রচার সারলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই সঙ্গে গোর্খাদের ঢালাও প্রশংসা করে বললেন, ‘গোটা দেশ গোর্খাদের বীরত্বকে সেলাম করে’। পাশাপাশি এনআরসি নিয়েও দিলেন বড় আশ্বাস। অমিত শাহ এদিন বললেন, ‘এখানে প্রচার করা হয়, এনআরসি এলে গোর্খাদের তাড়ানো হবে। কিন্ত আমি আপনাদের বলছি এনআরসি এখনও আসেনি। আর এনআরসি এলে একজন গোর্খাকেও এখান থেকে তাড়ানো হবেনা’। প্রসঙ্গত, তৃণমূলনেত্রী ভোটের প্রচারে রোজই নিয়ম করে দাবি করছেন, বিজেপি ক্ষমতায় এলে রাজ্যে এনআরসি লাগু করবে। অনেককেই তাড়িয়ে দেওয়া হবে, তাই বিজেপিকে ভোট নয়। এদিন তৃণমূলনেত্রীকেই জবাব দিলেন অমিত শাহ। কালিম্পংয়ে জনসভা থেকে বললেন, তৃণমূল বার বার প্রচার করছে এনআরসি আসবে, এনআরসি আসবে, এনআরসি আসবে। কিন্তু এনআরসি এখনও আসেনি। এনআরসি এলেও গোর্খাদের কোনও ক্ষতি হবেনা। যতদিন ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আছে, নরেন্দ্র মোদি যতদিন প্রধানমন্ত্রী থাকবেন ততদিন গোর্খাদের উপর কোনও আঘাত আসবে না। পাশাপাশি তিনি গোর্খা জনজাতিকে এসটি মর্যাদা দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন এদিন। সোমবার পাহাড়ে অমিত শাহর জনসভা থেকে জয় শ্রীরাম ধ্বনি উঠল এবং গেরুয়া পতাকায় ছেয়ে গিয়েছে কালিম্পং। এদিন পাহাড়ের উন্নয়ন, পর্যটনের প্রসারের পাশাপাশি চা শ্রমিকদের নিয়েও বিজেপির পরিকল্পনা জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
2021-04-13