শিব ঠাকুরের চোখে জল” রায়গঞ্জে এমনই এক অস্বাভাবিক ঘটনাকে ঘিরে ধর্মীয় উন্মাদনা দেখা দিয়েছে। শিব ঠাকুরের চোখের জল দেখতে হাজার হাজার শিব ভক্তের ভীড়ে উপচে পড়েছে রায়গঞ্জ শহরের ৩৪ নম্বর জাতীয় সড়ক সংলগ্ন দোস্তিমোড় এলাকার একটি শিব মন্দিরে। মানুষের ভীড়ে রায়গঞ্জ শহরের দোস্তিমোড়ে জাতীয় সড়কে যানজট সামলাতে হিমশিম খেতে হচ্ছে রায়গঞ্জ থানার পুলিশকে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রায়গঞ্জ শহরের দোস্তিমোড় এলাকায় একটি শিবমন্দিরে মহাদেবের মূর্তির চোখ থেকে জল পড়া দেখতে পান কিছু লোক। মূহুর্তের মধ্যে শিব ঠাকুরের চোখে জল এই ঘটনার খবর ছড়িয়ে পড়ে এলাকায়। কিছুক্ষনের মধ্যে হাজার হাজার ভক্তের সমাগম ঘটে যায় ওই শিব মন্দিরে। সকলেই একবারের জন্য ভগবান শিবের চোখে জল দেখার জন্য মন্দির প্রাঙ্গনে ভীড় জমান। স্থানীয় পূন্যার্থীরা জানালেন প্রলয় আর সৃষ্টি যাঁর নিঠুর খেলা সেই দেবাদিদেব মহাদেবের চোখ দিয়ে জল পড়ছে। ভগবানের এ যে কোন লীলাখেলা বুঝেই উঠতে পারছেননা দর্শনার্থীরা। তারা দেখলেন শিব ঠাকুরের চোখ দিয়ে অঝোরে জল পড়ছে। সেই জল দিয়ে মূর্তির সারা শরীর ভিজে গিয়েছে। অত্যাশ্চর্য এই ঘটনায় আট থেকে আশি কেউই হাজার হাজার মানুষ এর কোনও কারন ব্যাখ্যা দিতে না পারলেও ভক্তি শ্রদ্ধাচিত্তে মন্দিরের চৌকাঠে একবার প্রনাম করে প্রার্থনা করছেন।
2019-04-25