মার্কিন সংবাদপত্র নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন টুইট করে কেন্দ্রকে ঠুকেছিলেন রাহুল গান্ধী। এবার সেই ঢিলের পাটকেলটাও পেতে হল তাঁকে। সরাসরি টুইটের জবাব দিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন।
কী বলেছিলেন রাহুল? কীই বা জবাব দিলেন স্বাস্থ্যমন্ত্রী?
বুধবার সকালে কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী টুইট করেন নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন। দেখা যায়, ভারতের কোভিড পরিস্থিতির সমালোচনা করা হয়েছে সেখানে। করোনায় ভারতে মৃতের সংখ্যার সরকারি হিসেব নিয়ে প্রশ্ন তুলেছে মার্কিন সংবাদপত্র। দেওয়া হয়েছে হিসেবও। সরকারি তথ্য লুকোচ্ছে, এমনই ইঙ্গিত ছিল ওই পত্রিকার।
এই টুইটে রাহুল গান্ধী লেখেন, ‘নম্বরগুলো মিথ্যে বলে না। কিন্তু ভারত সরকার বলে।” কোভিড পরিসংখ্যান, সরকারি নীতি প্রভৃতির সমালোচনাই যে আরও একবার করতে চেয়েছেন রাহুল তা বুঝে নিতে অসুবিধা হয় না।
কংগ্রেস নেতার ওই টুইট শেয়ার করে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন লিখেছেন, “একেবারে কংগ্রেসি ধাঁচেই মৃতদেহ নিয়ে রাজনীতি করা হচ্ছে। গাছগাছালি থেকে শকুন উবে যাচ্ছে ঠিকই, কিন্তু মাটিতে তাঁরা আবার নতুন উদ্যমে নামছে।” রাহুল গান্ধী দিল্লির চেয়ে নিউ ইয়র্ককেই বেশি ভরসা করেন বলেও দাবি করেছেন হর্ষ বর্ধন।
তিনি আরও বলেছেন, “লাশ নিয়ে কীভাবে রাজনীতি করতে হয় সেটা কেউ এই শকুনদের থেকে শিখুক।”
করোনার দ্বিতীয় ঢেউয়ে মৃত্যু মিছিল দেখেছে ভারত। এমনকি শ্মশানে শ্মশানে দেখা গেছে মৃতদেহের লম্বা লাইন। সবচেয়ে মর্মান্তিক হল, গঙ্গা যমুনার মতো নদীতে ভাসতে দেখা গেছে কোভিড রোগীর লাশ। করোনা মোকাবিলায় ভারত সরকারের সমালোচনায় সামিল হয়েছে বিরোধীরা। আন্তর্জাতিক জার্নাল ল্যানসেটের তরফেও তীব্র সমালোচনা করা হয়েছে। এই পরিস্থিতিতে কোভিড নিয়ে বাকযুদ্ধে জড়িয়ে পড়লেন রাহুল গান্ধী এবং হর্ষ বর্ধন।