করোনা সুরক্ষা বজায় রেখে করতে হবে পঞ্চম দফার ভোট৷ শুক্রবার নির্বাচন কমিশনকে এই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট৷কীভাবে পঞ্চম দফায় কমিশন ভোট করলেন তার রিপোর্ট সোমবার জমা দিতে হবে৷ প্রধান বিচারপতি টিভি রাধাকৃষ্ণণের ডিভিশন বেঞ্চে এই রিপোর্ট জমা দিতে হবে৷ এছাড়াও, আদালত জানিয়েছে, এদিনের সর্বদল বৈঠকে রাজনৈতিক নেতাদের সচেতন হওয়ার নির্দেশ দিতে হবে৷
রাজ্যে সংক্রমণ বৃদ্ধির মধ্যেও প্রচারে জমায়েত কমানো যাচ্ছে না, এই অভিযোগ তুলে একাধিক জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল হাইকোর্টে। গত মঙ্গলবার প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ জানিয়েছে, প্রচারের সময় যাতে কোভিড গাইডলাইন মেনে চলা হয়, সেটা নিশ্চিত করতে হবে কমিশনকে। মাস্ক পরা, নির্দিষ্ট দূরত্ব বিধি মেনে চলার মতো বিষয়গুলিকে গুরুত্ব দিতে হবে। আদালতের এই নির্দেশের পরেই বৈঠক ডাকা হয়েছে কমিশনের তরফে।
শনিবার রাজ্যে পঞ্চম দফার ভোটগ্রহণ। এরপরও বাকি থাকছে তিন দফার ভোট। তার আগে শুক্রবার করোনা আবহে ভোট পরিচালনা নিয়ে সর্বদলীয় বৈঠক করবেন রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক (সিইও)৷১৬ এপ্রিল, শুক্রবার, দুপুর ২টোর সময় কমিশনের রাজ্য দফতরে হাজির হতে বলা হয়েছে তাদের। স্পষ্ট ভাবে জানিয়ে দেওয়া হয়েছে, প্রতিটি দল থেকে ১ জন করে প্রতিনিধি যাবেন এই বৈঠকে। কোভিড বিধির কথা মাথায় রেখেই এই নির্দেশ দেওয়া হয়েছে। শুধু রাজনৈতিক দলের প্রতিনিধিদের নয়, শুক্রবারের বৈঠকে এডিজি আইনশৃঙ্খলা জগমোহন ও স্বাস্থ্য সচিব নারায়ণস্বরূপ নিগমকেও ডেকে পাঠানো হয়েছে। এদিন সর্বদল বৈঠকের আগে আদালত কমিশনকে আরও একবার কোভিড বিধি মেনে সুরক্ষা বলয়ে মধ্যে ভোট করানোর নির্দেশ দিল৷
উল্লেখ্য, দ্বিতীয় ঢেউ সারা দেশে সহ এ রাজ্যেও চোখ রাঙাচ্ছে। এদিনই করোনা প্রাণ কেড়ে নিয়েছে মুর্শিদাবাদের সামশেরগঞ্জের কংগ্রেস প্রার্থী রেজাউল হকের। এরইমধ্যে মুর্শিদাবাদের জঙ্গিপুরের আরএসপি প্রার্থী প্রদীপ নন্দী ও গোয়ালপোখরের তৃণমূল প্রার্থী গোলাম রব্বানি করোনা আক্রান্ত হয়েছেন বলে জানা গিয়েছে।