অনাবাসী(NRI) ভারতীয়দের জন্য সুখবর৷ বিদেশে থেকেও এবার তাঁরা ভোট দিতে পারবেন পোস্টাল ব্যালটের মাধ্যমে৷ শুধু বিদেশ থেকেই নয়,দেশেরে যে কোনও প্রান্ত থেকে দেওয়া যাবে ভোট৷ এমনটাই ইঙ্গিত দিলেন মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা৷
সূত্রের খবর, আমেরিকায় পোস্টাল ব্যালটের কায়দায় এবার ভারতেও রিমোট ভোটিং এর সুবিধা চালুর কথা ভাবছে নির্বাচন কমিশন৷ এই পদ্ধতিকে বলা হয় ইলেকট্রিক্যালি ট্রান্সমিটেড পোস্টাল ব্যালেট সিস্টেম (Electronically-Transmitted Postal Ballot System)৷
এর জন্য শীঘ্রই পরীক্ষামূলকভাবে মক ট্রায়ালও শুরু হয়ে যাবে। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে যাতে বিদেশ ও ভিনরাজ্যে বসে ভোট দেওয়া যায় সেই ব্যবস্থাই করছে কমিশন৷ আইআইটি মাদ্রাজ এবং অন্যান্য প্রতিষ্ঠানগুলিকে সঙ্গে নিয়ে এই প্রকল্পকে সফল করা হবে৷
রিমোট ভোটিং এর সুবিধা চালুর আবেদন করে বিদেশমন্ত্রককে চিঠি লিখেছে নির্বাচন কমিশন৷ বিদেশমন্ত্রক সেই প্রস্তাবে সম্মত হয়েছে বলে সূত্রের খবর। এতদিন এই সুযোগ পেতেন সেনাকর্মী ও বিদেশে কর্মরত সরকারি কর্মীরাই। এবার তা পাবেন অনাবাসী ভারতীয়রাও৷
এদিকে পশ্চিমবঙ্গে ২০২১ বিধানসভা ভোটের প্রস্তুতি শুরু করে দিয়েছে৷ ইতিমধ্যেই রাজ্যে ঘুরে গিয়েছে কমিশনের ফুল বেঞ্চ৷ তারপর তারা দিল্লিতে রিভিউ মিটিং করেন৷
তার আগে রাজ্যের দায়িত্বে থাকা নির্বাচন কমিশনের ডেপুটি নির্বাচন কমিশনার সুদীপ জৈন দু’বার রাজ্যে এসে বিভিন্ন স্তরে বৈঠক করেছেন৷ এবার অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন করতে চায় নির্বাচন কমিশন৷
বিরোধীদের দাবি অনুযায়ী তিন মাস আগে রাজ্যে কেন্দ্রীয় বাহিনী পাঠানো সম্ভব নয়ে বলে আগেই জানিয়েছে নির্বাচন কমিশন৷ তবে নির্বাচনের অনেক আগেই এবার রাজ্যে এসে পৌঁছতে পারে কেন্দ্রীয় বাহিনী৷
রাজ্যে আসতে পারে ১০০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী৷ এমনটাই নির্বাচন কমিশন সূত্রে খবর৷ গত লোকসভা নির্বাচনে রাজ্যে এসেছিল ৭৪৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী