প্রথম দু ঘন্টায় মুশিদাবাদ, মালদহ, দক্ষিণ দিনাজপুর, বর্ধমানের একটি অংশে এবং কলকাতায় সপ্তম দফার নির্বাচন শুরু হয়েছে সোমবার সকাল থেকেই | বিভিন্ন কেন্দ্রে বা জেলায় ভোট অন্য দিনের তুলনায় সামান্য কম | যেখানে মধ্যে/ উত্তর বাংলার ভোট ১৮ থেকে ১৯ শতাংশ সেখানে কলকাতা দক্ষিণে অনেক কম | ১৩ শতাংশের কিছুটা বেশি | এই কমের যুক্তি কোথায় উঠেছে প্রশ্ন | জানা গিয়েছে শহর কলকাতায় করোনা আতঙ্কে অনেকেই ভোট দিতে চাইছে না | আগের পর্বেও কলকাতা লাগোয়া বিধানসভা কেন্দ্রগুলিতে তুলনায় ভোট পড়েছে কম | পক্ষান্তরে সংখ্যালঘু এলাকায় রামজান মাস চলছে এবং সে বিষয়ে ফিরহাদ হাকিম দাবি করলেন রমজানের কারণে খুবই অসুবিধা সংখ্যালঘু ভোটারদের যদিও কলকাতার এক প্রান্তে থাকা ‘বন্দর’ অঞ্চলে কিন্তু ভোট প্রথম দু ঘন্টায় ভোট পড়েছে গড়ে ১৮ শতাংশ | শেষ বেলায় কলকাতায় ভোটদান বাড়ে কিনা সেটাই দেখার |
2021-04-26