আমাদের ভারত, কুলতলী, ১৯ মে: ভোট দিতে গিয়ে দুষ্কৃতিদের হাতে মার খেয়ে জখম হলেন তিন মহিলা সহ মোট ৭ জন ভোটার। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা কুলতলী বিধানসভার অন্তর্গত মেরিগঞ্জ ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের ১৩ নম্বর বুথে। ঘটনায় অভিযোগের তীর তৃণমূলের দিকে।
রবিবার শেষ দফার নির্বাচনে দক্ষিণ ২৪ পরগনা জয়নগর লোকসভা কেন্দ্রের অন্তর্গত কুলতলী বিধানসভার ১৩ নম্বর বুথে ভোট দিতে গিয়েছিলেন ভোটাররা। অভিযোগ, সেই সময় একদল দুষ্কৃতী ভোটারদের উপর হামলা চালায়। লাঠি ও রড দিয়ে বেধড়ক মারধর করা হয় তাদের। ঘটনায় তিন মহিলা সহ মোট ৭ জন গুরুতর জখম হন। দুষ্কৃতীরা সকলেই তৃণমূল আশ্রিত বলে অভিযোগ আক্রান্তদের। তারা বিজেপি সমর্থক বলেই তাদের উপর হামলা চালানো হয়েছে বলে অভিযোগ তাদের। ঘটনার পর গুরুতর জখম অবস্থায় তাদেরকে স্থানীয় বেসরকারি স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়।
এই ঘটনার খবর পেয়ে কেন্দ্রীয় বাহিনীর একটি বিশেষ দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেয়। যদিও কেউ আটক বা গ্রেপ্তার হয়নি।