ছোটবেলা থেকেই ছবি আঁকতে ভাল লাগত, কিন্তু সেভাবে কখনও শেখা হয়নি। কলেজের গন্ডী পার হওয়ার পর আবার মাথায় আসে ছবির ভাবনা। এবার এর সঙ্গে যুক্ত হয় নিজের পায়ে দাঁড়ানোর পরিকল্পনাও। ইন্টারনেট ঘাটতে গিয়ে একদিন চোখে পড়ে কাঁচের গ্লাসে রং বেরংয়ের মোম, তা বিক্রিও হচ্ছে। সেই ভাবনা সামনে রেখেই শুরু হয় শ্রীরামপুরের রমা অধিকারীর গ্লাস পেইন্ট।
ছোট বড় বিভিন্ন আকারের কাঁচের গ্লাসে প্রথমে রঙীন মোম ভর্তি করে তার গায়ে কাল্পনিক বিভন্ন চিত্র আঁকলেন। দীপাবলি বড়দিনে তাঁর তৈরি এই গ্লাসভর্তি মোম দিয়ে বাড়ি সাজিয়েছেন অনেকেই। আর এবার ভোটের বাজারে তাঁর চমক কাঁচের গ্লাসে মোম ভরে তার ওপর বিভিন্ন দলের প্রতীক। তৃণমূল এর ঘাসফুল থেকে বিজেপির পদ্ম, কংগ্রেসের হাত থেকে সিপিএমের কাস্তে হাতুড়ি তারা। আবার তাতে সেই দলের রঙের মোম ভর্তি করায় তা আরও আকর্ষণীয় হয়েছে।
কিন্তু হঠাৎ মোমের ওপর এরকম ছবি আঁকার ভাবনা কেন এল! রমার মতে ছাতা, চাবির রিং এসবের ওপর প্রতীক এবার পুরোনো, তাই নতুন কিছু করার লক্ষ্যে এই প্রয়াস।
আপাতত নিজের বন্ধুদের মধ্যেই সীমাবদ্ধ এই ভোট স্পেশাল গ্লাস পেইন্ট মোমবাতি। শ্রীরামপুর শহরের কয়েকটি দোকানেও মিলছে বিভিন্ন দলের প্রতীক আঁকা মোম। তা নিয়ে মানুষের আগ্রহ নেহাত কম নয়। ঘর সাজানোর নতুন উপকরণ পেয়ে আর ভোট বাজারে তা উপহার হিসেবেও ব্যবহার করছেন অনেকেই।