রাত পোহালেই জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে শুরু হবে ভোটগ্রহণ পর্ব। জলপাইগুড়িতে এবার কোচবিহারের মেখলিগঞ্জ সহ মোট সাতটি বিধানসভা কেন্দ্রে ১৮৬৮টি বুথ রয়েছে। ভোট কর্মী রয়েছেন প্রায় আট হাজার।
আজ বুধবার সকাল থেকেই ভোট কেন্দ্রের উদ্দেশে রওনা হয়েছেন ভোটকর্মীরা। জলপাইগুড়ি জেলায় এবার ভোট কর্মীদের জন্য দুটি ডিসিআরসি সেন্টার করা হয়েছে। এরমধ্যে একটি রয়েছে মালবাজারের পরিমল মিত্র কলেজে। অন্যটি রয়েছে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের জলপাইগুড়ি দ্বিতীয় ক্যাম্পাসে। সকাল থেকে ভোটকর্মীরা এখানে এসেই মিলিত হয়েছেন। এই সেন্টার থেকেই জলপাইগুড়ি বিভিন্ন ভোটকেন্দ্রের উদ্দেশে রওনা হচ্ছেন ভোটকর্মীরা। তবে এই এলাকায় ব্যাপক যানজটের জন্য ভোটকর্মীরা সমস্যায় পড়েছেন। তাদের অনেক দূর পর্যন্ত হেটেই যাতায়াত করতে হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
জলপাইগুড়ির পাশাপাশি রায়গঞ্জ এবং দার্জিলিং লোকসভা কেন্দ্রে ভোট রয়েছে। এই দুই লোকসভা আসনে থাকা সমস্ত বুথে সকাল থেকেই ভোটকর্মীরা যেতে শুরু করেছেন। ভোটকর্মীদের পাশাপাশি বিভিন্ন জায়গায় কেন্দ্রীয় বাহিনীকেও মোতায়েন করা হয়েছে। তিন লোকসভা কেন্দ্রের বিভিন্ন জায়গাতে কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে এরিয়া ডমিনেশনের কাজও করা হচ্ছে।