রাজ্যে অবৈধভাবে বালি তোলা থামানো যাচ্ছে না। ফের নদী থেকে অবৈধভাবে বালি তোলার অভিযোগ উঠল। এই অভিযোগকে ঘিরে এলাকাবাসীরা চরম বিক্ষোভ মিছিল করেন। তারা জানিয়ে দেন, কোন অবস্থাতেই তারা বালি তুলতে দেবেন না। অভিযোগ উঠেছে, বালি তোলার জন্য প্রতিবাদ করায় ওই এলাকার স্থানীয় বাসিন্দাদের মেরে ফেলার হুমকি দিয়েছেন। ওই এলাকার তৃণমূল নেতার খুড়তোতো ভাইয়ের নামেই মূলত অবৈধ বালি তোলার অভিযোগ রয়েছে।
এই ঘটনাটি ঘটেছে, বীরভূমের নলহাটি থানার বলরামপুরে। অভিযুক্ত ব্যক্তির নাম রবীন অধিকারী। গ্রামবাসীরা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে অভিযুক্ত ব্যক্তি বলরামপুর গ্রামের ব্রাহ্মণী নদী থেকে বালি তুলে যাচ্ছেন। বালি নিয়ে গ্রামের রাস্তা দিয়ে যাওয়ার সময় বহু লরি যাতায়াত করছে। এর ফলে, গ্রামের মাটির রাস্তার ওপর প্রভাব পড়ছে। কারণ, রাস্তা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে দুর্ঘটনা। অন্যদিকে, ওই এলাকা বন্যা কবলিত হওয়ার কারণে অবৈধভাবে বালির খাদান তৈরি করে বালি নিয়ে যাওয়ার জন্য নদীর পাড় ভেঙে যাচ্ছে। এতে গ্রামে বন্যার সময় জল ঢুকে যাওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে। সাধারণ মানুষ দিন কাটাচ্ছে ভয়ের মধ্যে।
ওই এলাকার বাসিন্দারা জানিয়েছেন, রবীন অধিকারীর বিরুদ্ধে তারা প্রতিবাদ জানাতেই তাদেরকে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে। ইতিমধ্যেই, একটি অডিও ক্লিপ ভাইরাল হয়েছে। যদিও, তার সত্যতা যাচাই করেনি রাইজ়িং বেঙ্গল। তাতে শোনা গিয়েছে, ২৪ ঘন্টার মধ্যেই খুন করা হবে ১০০ থেকে ১৫০ জনকে। অন্যদিকে, রবীন অধিকারী এলাকাবাসীদের সমস্ত অভিযোগকে অস্বীকার করেছে। তিনি জানিয়েছেন, তার সঙ্গে কারুর নাকি কোন গন্ডগোল নেই। তিনি কোনদিন বালি তোলেননি। তিনি গ্রামের উন্নয়নে পাশে থেকেছেন।
2022-07-11