ওয়েব ডেস্ক:
যেখানে ভেঙেছে সেই বিদ্যাসাগর কলেজেই বিদ্যাসাগরের নতুন মূর্তি গড়ে দেওয়ার প্রতিশ্রুতি দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন উত্তরপ্রদেশের সভা থেকে মোদি বলেন, ভাঙা জায়গায় বিদ্যাসাগরের পঞ্চধাতুর মূর্তি গড়ে তৃণমূলকে যোগ্য জবাব দেওয়া হবে। এদিন মোদি অমিত শাহ’র সুরেই বলেন, তৃণমূলের গুন্ডারা মূর্তি ভেঙে বিজেপির উপরে দোষ চাপাচ্ছে।
প্রসঙ্গত, বিদ্যাসাগরের মূর্তি ভাঙা নিয়ে গোটা বাংলা তোলপাড়। দুই দলই একে অপরকে দোষারোপ করছে। ঠিক সেই মুহূর্তে নরেন্দ্র মোদি বিদ্যাসাগরে মূর্তি পুনঃপ্রতিষ্ঠা করার কথা বলে তৃণমূলকে কড়া জবাব দিলেন বিজেপি সুপ্রিমো। উত্তর প্রদেশের এক সভা মঞ্চ থেকে মোদি মনে করান, মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে প্রধানমন্ত্রী হিসাবে মানেন না। তাঁর বিস্ফোরক অভিযোগ, হিন্দুস্তানের প্রধানমন্ত্রীকে না মানলেও, পাকিস্তানের প্রধানমন্ত্রীকে প্রধানমন্ত্রী হিসাবে মানেন মমতা। এইসঙ্গে তিনি দাবি করেন, আমিত শাহের রোড শো-তে ব্যাপক উত্তেজনার পিছনে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছিল।
মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে এক হাত নিয়ে এদিন নরেন্দ্র মোদি বলেন, পশ্চিমবঙ্গে অরাজগতার জন্য দায়ী মূখ্যমন্ত্রী নিজেই।
সৌজন্যে চ্যানেল হিন্দুস্তান