হাওড়ার পিলখানা থেকে উদ্ধার হল বিপুল পরিমাণে লাল চন্দন কাঠ। জানা গিয়েছে, সেগুলিকে বিদেশে পাচারের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। কাঠগলি উদ্ধার করা হয় পুলিশি হস্তক্ষেপের পর। পুলিশ গ্রেফতার করেছে এই পাচার কাণ্ডের সঙ্গে যুক্ত মুল পান্ডা কিংপিনকে।
সূত্রের খবর, গোপন সূত্র পেয়ে পুলিশ তল্লাশি চালায় পিলখানা এলাকার একটি গোডাউনে। সেখানেই উদ্ধার হয় আনুমানিক ১.৬ টন লাল চন্দন কাঠ। জানা গিয়েছে, এর বাজার মূল্য ৬২ লক্ষ টাকা। পুলিশ আধিকারিকেরা জানিয়েছে, এই কাঠগুলি হাওড়া থেকে কলকাতা নিয়ে যাওয়া হচ্ছিল। এরপর সেগুলোকে পাচার করা হত ভিন রাজ্য থেকে শুরু করে বিদেশেও।
প্রাথমিক তদন্ত করে তদন্তকারী আধিকারিকেরা জানতে পেরেছেন, কলকাতাকে সেফ করিডর হিসেবে বেছে নিয়েছিল পাচারকারীরা। এত চন্দন কাঠ একসঙ্গে দেখে তদন্তকারী আধিকারিকদের মনে পড়ে যাচ্ছে বীরাপ্পনের কথা।