নতুন কৃষি আইনের বিরোধিতা করে যে আন্দোলন চলছে তার উপর সাংবাদিক রবীশ কুমার বেশকিছু প্রাইম টাইম শো করে ফেলেছেন। এই প্রাইম টাইমের অনুষ্ঠানে উক্ত সাংবাদিক যে ভাষা ব্যাবহার করছেন তা সরাসরি কেন্দ্র সরকারকে টার্গেট করেছে। রবীশ কুমারের ভাষা স্পষ্টতই আন্দোলরত কৃষকদের দাবিকে সমর্থন করেছে।
২০১৫ সালে রবীশ কুমার কৃষকদের অবস্থার উপর চিন্তা ব্যাক্ত করে বলেছেন যে সবজি মাণ্ডিতে কৃষকরা দালালদের চক্করে পড়ে যাচ্ছেন। ফলে কৃষকরা ক্ষতির সম্মুখীন হচ্ছেন। মাণ্ডিতে কৃষকরা দাসে পরিণত হচ্ছে বলে মত প্রকাশ করেছিলেন রবীশ কুমার।
সোশ্যাল মিডিয়ায় ২০১৫ সালে রবীশ কুমার দ্বারা লিখিত আর্টিকেল পুনরায় ভাইরাল হয়ে পড়েছে। আর্টিকেলে রবীশ কুমার যা লিখেছিলেন তা বর্তমানের নতুন কৃষি আইনকে সমর্থন করে। তবে এখন সাংবাদিক তার মত সম্পূর্ণ অন্য রেখেছেন তথা পাল্টি খেয়েছেন।
যে কারণে রবীশ কুমার লেখার স্ক্রিন শট অনেকে শেয়ার করে বলেছেন- এই লেখাটি অবশ্যই পড়ুন যারা কৃষক আন্দোলনকে সমর্থন করছেন। একই সাথে যারা রবীশ কুমারকে সত্য সাংবাদিকতার প্রতীক বলছেন তারাও লেখাটি পড়ুন, এমন মন্তব্য করে সোশ্যাল মিডিয়ায় স্ক্রিনশট ভাইরাল করা হচ্ছে।