দেশে করোনা সংখ্যা বৃদ্ধি পেলেও দীর্ঘ লকডাউন পেরিয়ে এখন আনলক মুডে রয়েছে দেশ। বর্তমানে দেশজুড়ে চলছে আনলক -৪। সেপ্টেম্বর থেকে আনলক ৪ শুরু হলেও আজ থেকে মিলবে আরও একাধিক ছাড়।
দেশের বেশ কয়েকটি রাজ্যে আজ থেকে খুলতে চলেছে স্কুল। সেই রাজ্যগুলিতে যাত্রী সুবিধার জন্য ৪০ টি ট্রেন চালানো হবে বলে জানানো হয়েছে। এছাড়া আজ থেকেই বিভিন্ন কর্মসূচীতে ১০০ জন লোক যোগ দিতে পারবে বলেও জানানো হয়েছে।
কেন্দ্রীয় সরকার কর্তৃক জারি করা নির্দেশিকাতে বলা হয়েছে, সামাজিক, শিক্ষামূলক, খেলাধূলা, বিনোদন, সাংস্কৃতিক, ধর্মীয়, রাজনৈতিক অনুষ্ঠান এবং অন্যান্য মণ্ডলীর অনুষ্ঠানে ১০০ জন ব্যক্তি যোগ দিতে পারেব। ২১ সেপ্টেম্বর থেকে মিলেছে এই অনুমতি। এর আগে এই যোগদানের সংখ্যা ছিল সর্বাধিক ৫০ জন। তবে এবার তা বাড়ানো হয়েছে।
অন্যদিকে আজ থেকেই নতুন করে ৪০ টি ট্রেন চালাবে ভারতীয় রেল। যাত্রীদের সুবিধার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে রেল মন্ত্রক। ১০ সেপ্টেম্বর থেকেই এই সমস্ত নতুন স্পেশ্যাল ট্রেনের টিকিট বুকিং শুরু হয়ে গিয়েছে।
এর পাশাপাশি সোমবার থেকে পর্যটকদের জন্য আবার খোলা হচ্ছে আগ্রা ফোর্ট এবং তাজমহল। তবে ভিতরে প্রবেশ করার সময় মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে ও সামাজিক দূরত্ব মেনে চলার কথা বলা হয়েছে।