কোরোনার মাঝেই নতুন এক আতঙ্ক | কোন অজানা রোগে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে মুরগী | রানীগঞ্জের বল্লভপুর গ্রাম পঞ্চায়েতের নুপুর গ্রামের বেশ কয়েকটি পাড়াতে কয়েকশো বাড়িতে বেশ কিছু দিন ধরে অজানা রোগে মুরগি আক্রান্ত হয়ে মারা যাওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে । আচমকাই এই মড়কে স্বাভাবিক ভাবেই আতঙ্ক গ্রস্ত হয়ে পড়েছে স্থানীয় বাসিন্দারা |
রোগের লক্ষণ হিসেবে গ্রামবাসীদের দাবি, আক্রান্ত মুরগি গুলি প্রথমে ঝিমোতে থাকার পর হঠাৎই মাথার ঝুটি কালো হয়ে মুখ দিয়ে রক্ত বের হতে শুরু করছে | ফলে মারা যাচ্ছে একের পর এক মুরগি | মর মুরগি গুলিকে কোনো নির্দিষ্ট জায়গায় না ফেলে গ্রামের যত্রতত্র ফেলে দিচ্ছেন । যার ফলে রোগের সংক্রমণ বেশি হচ্ছে | কারণ মরা মুরগি গুলির পাশেই ঘুরে বেড়ানো হাঁস-মুরগির দ্বারা এই রোগ সংক্রমণ ছড়িয়ে পড়ছে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের । তবে কি কারণে এত মুরগি অজানা রোগে মারা যাচ্ছে তা নিয়ে সন্দিহান এলাকাবাসী । জানা গেছে অধিকাংশ বাড়িতেই পঞ্চায়েতের পক্ষ থেকে আনন্দধারা প্রকল্পের মাধ্যমে মুরগি প্রতি পালনের জন্য মুরগি বিলি করা হযেছিল। পাশাপাশি আশেপাশের পুকুর-ডোবার মধ্যে মরা মুরগি ফেলা হয়েছে |
যা থেকে সংক্রমণ ছড়াতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা । তবে এখনও এই রোগের কোন সংক্রমণ মানুষের দেহে সংক্রমিত হওয়ার কোন প্রমাণ পাওয়া যায়নি | মুরগির এই মড়কের খবর পৌঁছেছে প্রাণী সম্পদ ও বিকাশ কেন্দ্রের আধিকারিকদের কানেও | তারা গোটা বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন |