দেশ জুড়ে আছড়ে পড়েছে করোনার দ্বিতীয় ঢেউ। বিদ্যুৎ গতিতে বাড়ছে সংক্রমণের হার। উদ্বেগজনক এই পরিস্থিতিতে উচ্চপদস্থ আমলা, মন্ত্রীদের নিয়ে ফের আজ ২৪ তম বৈঠক করতে চলেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডঃ হর্ষবর্ধন সিং।
জানা গিয়েছে , দেশ সহ গোটা বিশ্বের করোনা পরিস্থিতি, লকডাউন, ভ্যাক্সিন, করোনার প্রকোপে কীভাবে লাগাম টানা যায় সেই সমস্ত একাধিক বিষয় নিয়ে আজ সকাল ১০: ৩০ সব মন্ত্রীদের নিয়ে বৈঠকে বসবেন তিনি।
শুক্রবার সকাল সাড়ে দশটায় রাজধানীর নির্মাণ ভবনে এই সভা হবে। দেশের সাম্প্রতিক করোনা পরিস্থিতি নিয়ে বেশকিছু গুরুত্বপূর্ণ আলোচনা এবং করোনা রোধে আরও কী পদক্ষেপ নেওয়া যায় সেই ব্যাপারেও বিস্তারিত আলোচনা হবে এই বৈঠকে।
অন্যদিকে, বৃহস্পতিবার সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে করোনাকে প্রতিহত করার কাজে আরও জোর দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি । একই সঙ্গে আগামী ২ থেকে ৩ সপ্তাহ দেশবাসীকে আরও সাবধানে থাকার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
গতকালের ওই বৈঠকেই ১১ এপ্রিল থেকে ১৪ এপ্রিল পর্যন্ত ‘টিকা উৎসব’-এর ঘোষণা করেন প্রধানমন্ত্রী । তিনি বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের ১১ এপ্রিল থেকে ১৪ এপ্রিল পর্যন্ত টিকা উৎসব অভিযান পালন করার পরামর্শ দিয়েছেন। তিনি জানিয়েছেন, এই সময়ের মধ্যে যতটা সম্ভব টিকাকরণ করা হোক।
উল্লেখ্য, ১১ এপ্রিল প্রখ্যাত সমাজ সংস্কারক জ্যোতিরাও ফুলের জন্মবার্ষিকী। সেই কথা মনে করিয়ে দিয়ে দেশবাসীকে টিকা গ্রহণ এবং মহামারী সম্পর্কে সচেতন থাকার পরামর্শ দিয়েছেন তিনি।
পাশাপাশি মাস্ক পরা ছাড়াও সকলকে করোনা বিধি মেনে চলতে অনুরোধ করেছেন মোদী। এখন আমাদের কাছে করোনার বিরুদ্ধে লড়াইয়ের সব ব্যবস্থা রয়েছে বলে জানিয়েও তিনি বলেন, আগের তুলনায় মানুষ এখন অনেক বেশি অসতর্ক হয়ে উঠেছে।
অন্যদিকে এখনই যে সম্পূর্ণ লকডাউনের দিকে দেশ হাঁটতে চাইছে না, সেকথাও এদিন জানিয়ে দিয়েছেন নমো। তিনি জানান, মাইক্রো কন্টেনমেন্ট জোনের দিকে নজর দেবে সরকার। অর্থাৎ অত্যাধিক সংক্রামিত এলাকাগুলিকে কন্টেনমেন্ট জোন করে বিচ্ছিন্ন করার কথাই ভাবা হচ্ছে বলে জানা গিয়েছে ।