বেকারত্বের নিরীখে দেশের সব রাজ্যকে ছাপিয়ে গেল পশ্চিমবঙ্গ। সম্প্রতি সমীক্ষায় প্রকাশ, দেশে সবচেয়ে বেশি বেকারত্ব পশ্চিমবঙ্গে। দ্বিতীয় এবং তৃতীয় স্থানে আছে যথাক্রমে কেরল এবং রাজস্থান। সমীক্ষায় দেখা গিয়েছে, গত তিন বছরে পশ্চিমবঙ্গে বেকারত্ব বেড়েছে হু হু করে। এই মুহূর্তে রাজ্যে প্রায় 22.1 শতাংশ বেকারত্ব। কেরলে এই সংখ্যা 21.2 শতাংশ। এবং রাজস্থানে প্রায় 15.8 শতাংশ বেকারত্ব বেড়েছে। তুলনামূলক ভাবে বেকারত্ব কমেছে উত্তরপ্রদেশ, অসম এবং গুজরাতে। উত্তরপ্রদেশে বেকারত্ব 4.3 শতাংশ। গুজরাতে বেকারত্ব 1.8 শতাংশ। উল্লেখযোগ্য ভাবে অসমে বেকারত্ব নেই বললেই চলে। সে রাজ্যে বেকারত্ব 0.3 শতাংশ। এই পরিসংখ্যান সামনে আসতেই রাজনৈতিক মহলে গুঞ্জন শুরু হয়েছে। ওয়াকিবহল মহলের দাবি, লাগাতার লকডাউন, ট্রেন বন্ধের জন্যই ক্রমে বাড়ছে বেকারত্বের সংখ্যা।
2021-07-25