১) কাঁচড়াপাড়া পৌরসভার ১৬ জন টিএমসি কাউন্সিলর ক্রমান্বয়ে ওল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস থেকে পদত্যাগ করলেন।
২) বিজেপি নেতা মুকুল রায় ও তাঁর পুত্র তৃণমূল বহিষ্কৃত শুভ্রাংশু রায় দিল্লিতে বিজেপির হেডকোয়াটার্সে সাক্ষাৎ করলেন।
৩) বিজেপির ন্যাশানাল জেনেরাল সেক্রেটারি কৈলাস বিজয়বর্গীয় বললেন, তিনজন এমএলএ এবং ৫০ থেকে ৬০ জন কাউন্সিলর আজ বিজেপিতে যোগ দিতে পারেন।
৪) পশ্চিমবঙ্গের টিএমসির দুজন এমএলএ এবং সিপিআইএম এর একজন এমএলএ আজ দিল্লীতে বিজেপির হেডকোয়াটার্সে যোগদান করেন। এছাড়াও, ৫০ এরও বেশি কাউন্সিলর বিজেপিতে যোগদান করলেন।
৫) কৈলাস বিজয়বর্গীয়, বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক তিনজন এমএলএ এবং ৫০ থেকে ৬০ জন কাউন্সিলরের আজ বিজেপিতে যোগদান প্রসঙ্গে বলেন : পশ্চিমবঙ্গে সাতটি পর্যায়ে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার মতোই, বিজেপিতে যোগদান উৎসবও সাতটি পর্যায়ে অনুষ্ঠিত হবৈ। এই তো সবে শুরু।