করোনা ভাইরাসের (Coronavirus) সংক্রমণ রুখতে শেষপর্যন্ত লকডাউনের দ্বারস্থ হচ্ছে রাজ্য সরকার। নবান্ন (Nabanna) সূত্রে জানা গিয়েছে, করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে প্রতি সপ্তাহে দু’দিন পশ্চিমবঙ্গে (West Bengal) পুরো লকডাউন হবে বলে ঘোষণা করা হয়। সোমবার স্বরাষ্ট্রসচিব (Home Secretary) আলাপন বন্দ্যোপাধ্যায় (Alapana Banerjee) বলেন, “এই দু’দিন অফিস, কাছারি কিচ্ছু খুলবে না। কোনও পরিবহণ চলবে না। চলতি সপ্তাহে বৃহস্পতিবার ও শনিবার রাজ্যে কড়া লকডাউন হবে। আগামী সপ্তাহের একটি দিন হল বুধবার। অন্য একটি দিন কবে তা পরে ঘোষণা হবে।” প্রসঙ্গত, দিন প্রতিদিন করোনা ভাইরাসের সংক্রমণ বেড়েই চলেছে রাজ্যজুড়ে। সন্ধ্যায় রাজ্যের করোনা ভাইরাসের সংক্রমনের পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনা হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। মনে করা হচ্ছে, প্রধানমন্ত্রীর সঙ্গে শলা-পরামর্শ এরপরই এমন সিদ্ধান্ত নিতে চলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী।
আচমকা এই লকডাউন ঘোষণা প্রসঙ্গে স্বরাষ্ট্রসচিব বলেন, “আমলা, বিশেষজ্ঞদের কমিটি আলোচনা করার পর মনে করছে, সংক্রমণের শৃঙ্খল ভাঙতে এই লকডাউন জরুরি। তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।” তিনি আরও বলেন, “কন্টেইনমেন্ট জোনে যেমন পুরো লকডাউন চলছে তেমন চলবে। তার সঙ্গে সপ্তাহে দু’দিন সারা রাজ্যেই পুরো লকডাউন সুনিশ্চিত করা হবে।”
গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ও মৃত্যুর রেকর্ড ভেঙেছে বাংলার। রবিবার সন্ধ্যায় স্বাস্থ্য দফতরের বুলেটিনে বলা হয়েছে, একদিনে ২২৭৮ জন করোনায় সংক্রামিত হয়েছেন, মৃত্যু হয়েছে ৩৬ জনের। এই দু’টি পরিসংখ্যানই পুরনো সব রেকর্ড ভেঙে দিয়েছে। পশ্চিমবঙ্গের এই পরিস্থিতি রীতিমতো উদ্বেগজনক বলেই মনে করছেন স্বাস্থ্যকর্তারা। এই বড় সংখ্যায় আক্রান্তের হদিস মেলার ফলে রাজ্যে মোট করোনা সংক্রামিত ব্যক্তির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪২,৪৮৭। করোনা নিয়ে মোট মৃত্যু হয়েছে ১,১১২ জনের। গত ২৪ ঘণ্টায় রাজ্যে সুস্থও হয়েছেন সর্বোচ্চ সংখ্যায় মানুষ, ১৩৪৪ জন। এই মুহূর্তে করোনা অ্যাকটিভ রয়েছে ১৬,৪৯২ জনের দেহে।