উত্তরপ্রদেশের পরিযায়ী শ্রমিকদের ফেরাতে গিয়ে নিখোঁজ রাজ্যের দুটি সরকারি বাস

বর্ধমান থেকে ৫৪ জন উত্তরপ্রদেশে (Uttar Pradesh)পরিযায়ী শ্রমিককে বিহারের সীমান্তবর্তী এলাকা জামুরিতে পৌঁছাতে গিয়েছিল দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের দুটি বাস। গত ৯ মে দুজন ড্রাইভার সমেত ৫৪ জন শ্রমিক রওনা দেয়। কিন্তু বর্তমানে তাদের আর কোনও খোঁজ মিলছে না বলে অভিযোগ করেছেন দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের (SBTSC) চেয়ারম্যান তমোনাশ ঘোষ। তিনি জানিয়েছেন, দুজন ড্রাইভারের সঙ্গে কোনওরকম যোগাযোগ করা যাচ্ছে না। আমরা খোঁজ নিয়ে জেনেছি, বিহার পুলিশ ওই দুটি বাসের ড্রাইভারকে বলপূর্বক উত্তরপ্রদেশ পাঠিয়ে দিয়েছে।

প্রশাসনিক সূত্রে আরও জানা গিয়েছে, অন্তঃরাজ্য পারমিট না থাকা দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের দুটি বাসে ৫৪ জন শ্রমিককে বিহার সীমান্ত পর্যন্ত পৌঁছে দেওয়ার কথা হয়েছিল। সেইমতো বর্ধমান থেকে দুটি বাসে করে মোট ৫৪ জন শ্রমিককে পাঠানো হয়েছিল বিহার সীমান্তে। এক্ষেত্রে নীতীশ কুমার (Nitish Kumar) প্রশাসনের বিরুদ্ধে পরিবহন নিগমের অভিযোগ, সহযোগিতার বদলে পুলিশ প্রশাসন বলপূর্বক ওই দুই চালককে বাস নিয়ে উত্তরপ্রদেশ যেতে বলেছে। ওই ৫৪ জন পরিযায়ী শ্রমিকের বাস ছিল যোগী রাজ্যে।

১০ মে থেকে দু’জন ড্রাইভার সহ বাস দুটি বেপাত্তা হয়ে গিয়েছে বলে অভিযোগ করেছেন তমোনাশ ঘোষ। বিষয়টি তিনি জানিয়েছেন, পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারীকে। বাস সহ দুজন চালকের নিখোঁজ হওয়ার কথা জানানো হয়েছে রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহাকে। দুজন ড্রাইভারের মোবাইল ফোন দীর্ঘক্ষন বন্ধ থাকায় উৎকণ্ঠা বেড়েছে প্রশাসনে। নিখোঁজ থাকা চালকদের নাম গোপাল মাঝি ওহিদুল মোল্লা। রাতে একটি বাসের হদিস পাওয়া গেছে বলেই জানিয়েছে পরিবহন নিগমের একটি সূত্র। বর্তমানে বাসটি রয়েছে উত্তরপ্রদেশের বারাণসীতে। দ্বিতীয় বাসটির খোঁজ এখনও পায়নি দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.