রহস্যজনক কালো ধাতব জারসমেত হলদিবাড়িতে গ্রেফতার করা হলো এক বাংলাদেশি ও তাঁর গাড়ির চালককে। উদ্ধার হওয়া এই কালো ধাতুর জার ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
তদন্তকারীদের একাংশের বক্তব্য, মেটালের জারে তেজস্ক্রিয় কোনো রাসায়নিক থাকার সম্ভাবনা। জারটিকে বালির বস্তা দিয়ে ঘিরে রেখেছে পুলিশ। বম্ব ডিসপোজাল স্কোয়াড হলদিবাড়ি এসে এক দফা দেখেছে জারটি। দফায় দফায় জেরা করা হচ্ছে ধৃত বাংলাদেশিদের। কোচবিহারে নিয়ে এসে পুলিশ সুপারের সামনে জেরা করা হয়েছে। ধৃতের এক জনের নাম সামিউল ইসলাম শাওন। বাড়ি বাংলাদেশের নীলফামারী এলাকায়।
কলকাতার কোনো এক ব্যাক্তি এই জারটি হলদিবাড়িতে এক ব্যক্তিকে দেবার কথা বলে সামিউলকে। একটি ইনোভা গাড়ি করে সেটি দিতেই হলদিবাড়ি আসছিলেন সামিউল। শনিবার ভোরে নাকা চেকিংয়ের সময় ধরা পড়েন তিনি ও তাঁর গাড়ির চালক। সামিউল বা কলকাতার সেই ব্যক্তি কোনো জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত কি না তা পুলিশ খতিয়ে দেখছে। কালো জারে কী আছে, তা দেখতে সিআইডি-র বিশেষ দল আজ রবিবার হলদিবাড়ি আসছে ।
কোচবিহারের সুপার সন্তোষ নিম্ভালকার জানিয়েছেন বিষয়টি তারাও বুঝতে পারছেন না। ফরেনসিক বিশেষজ্ঞদের সাহায্য চাওয়া হয়েছে বলে রবিবার টেলিফোনে জানান পুলিশ সুপার। রবিবার ধৃতদের মেখলিগাঞ্জ আদালতে তোলা হবে ।