অষ্টমীর সকালেও ঝড়বৃষ্টির তাণ্ডব অব্যাহত। এই ঝড়বৃষ্টির জেরেই জলপাইগুড়ির এক পুজো মণ্ডপ পুরো হুড়মুড়িয়ে ভেঙে পড়ল। ভেঙে পড়ার মুহূর্তে প্যান্ডেলের ভেতরে বহু লোক ছিলেন। যার ফলে হৈহৈ পড়ে যায় এলাকায়।
ঘটনাটি ঘটেছে অষ্টমীর সকালে জলপাইগুড়ির রায়গঞ্জের পাতিলাভাসা পুজো কমিটির পুজো মণ্ডপে। ঘটনাটি ঘটার সময়ে অঞ্জলি দেওয়া হচ্ছিল। যার ফলে ওই মুহূর্তে বহু মানুষ প্যান্ডেলের ভেতরে ছিল। যদিও, প্যান্ডেল ভেঙে পড়তে শুরু করেছে দেখেজ তাঁরা হুড়োহুড়ি করে প্যান্ডেল থেকে বেরিয়ে পড়েন। যার ফলে কেউ আহত হওয়ার খবর পাওয়া যায়নি।
উল্লেখ্য, এই পুজো সাধারণত রায়গঞ্জের তৃণমূল বিধায়ক খগেশ্বর রায়ের পুজো নামেও পরিচিত। এই প্রসঙ্গেই, খগেশ্বর রায় বলেন, “ভয়ঙ্কর ক্ষতি হয়ে গিয়েছে। এইরকম ঝড় ভাবা যায় না। আমরা চেষ্টা করছি প্যান্ডেলকে নতুন করে দাঁড় করানোর”।