হাট বসানোকে কেন্দ্র করে উত্তপ্ত সোনাঝুরি। জানা গেছে, মূলত দুই গোষ্ঠীর ব্যবসায়ীর দ্বন্দ্বের জেরে তুমুল অশান্তি বাঁধে এলাকায়। অভিযোগের ভিত্তিতে জানতে পারা গেছে, এই হাতাহাতির কারণ শুধুমাত্র ব্যক্তিগত নয়, রাজনৈতিকও। এই ব্যাপারে অভিযোগের আঙুল উঠেছে তৃণমূলের দিকে।
হাতাহাতির অভিযোগ উঠেছে শান্তিনিকেতনের সোনাঝুরি জঙ্গলে খোয়াই হাটকে কেন্দ্র করে। উল্লেখ্য, এই শান্তিনিকেতনের অন্যতম পর্যটন কেন্দ্র। এই হাটের বিস্তারই দিনের পর দিন বাড়তে থাকছে বলে দাবি। একইসঙ্গে এও দাবি, এই হাটতে রাজনৈতিক প্রভাবে এবার কিছু বহিরাগত ব্যবসায়ীরাও বসতে শুরু করেছে। যা নিয়েই বাঁধে তুমুল কাণ্ড।
খোয়াই হাট মূলত হস্তশিল্পকে কেন্দ্র করে। স্থানীয় হস্ত-কুটির শিল্পীদের তৈরি পোশাক ও শিল্প সামগ্রী বিক্রির উদ্দেশ্যে তৈরি হয়েছিল এই হাট। এবার, এই হাটকে কেন্দ্র করেই বেশ কিছু বহিরাগত ব্যবসায়ী বিগত ৪-৫ বছর ধরে বিক্রি করতে শুরু করে বলে অভিযোগ। এক ব্যবসায়ী আবার দাবি করেছেন যে, এই হাটে বসার জন্য শুধুমাত্র তৃণমূল নেতাদের টাকা দিতে হয়, তারপরেই অনুমতি পাওয়া যায়। অবশেষে, শান্তিনিকেতন থানার ওসি পার্থ কুমার ঘোষের নেতৃত্বে পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছালে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।