মির্জার স্বীকারোক্তিই এবার কাল হতে চলেছে তৃণমূলের নেতা-মন্ত্রীদের। নারদাকাণ্ডে এবার তৃণমূলের অনেক নেতা মন্ত্রীকেই জেরা করতে চলেছে সিবিআই। চলতি মাসেই অভিযুক্তদের জেরা করা হতে পারে বলে জানা গেছে।
নির্বাচনের পর নারদা কান্ডের তদন্ত শেষ করতে আদাজল খেয়ে নেমেছে সিবিআই। নারদা কান্ডে নির্বাচনের পর প্রথম ডাক পড়ে মুকুল রায় ঘনিষ্ঠ আইপিএস অফিসার এসএমএইচ মির্জা। রাজ্যের এই আইপিএসকে টানা ৫ ঘন্টা জেরা করে সিবিআই। টানা জেরার মুখে মির্জা স্বীকার করেছেন শাসক দলের সব নেতামন্ত্রীদের অনেক ঘুষের টাকা তিনি নিতেন। নারদার অনেক নেতামন্ত্রীর মোটা টাকাও তিনি নিয়েছেন বলে মির্জা স্বীকার করেছেন সিবিআইয়ের কাছে। নিজের গ্রেফতারি এড়াতে মির্জা অনেক তথ্য প্রমান কেন্দ্রীয় গোয়েন্দাদের হাতে তুলে দিয়েছেন বলে জানা গেছে।
কেন্দ্রীয় গোয়েন্দারা বর্তমানে মির্জার দেওয়া তথ্যগুলি যাচাই করছেন। তারপরেই মির্জাকে নিয়ে রাজ্যের শাসক দলের নেতামন্ত্রীদের মুখোমুখি বসিয়ে জেরা শুরু হবে।
সিজিও কমপ্লেক্স সূত্রের খবর, নারদা কান্ডে চলতি মাসের শেষেই শাসক দলের প্রভাবশালীদের ডাকা হতে পারে। এমনকি নারদা কান্ডে রাজ্যের নেতামন্ত্রীদের ভয়েসের নমুনা আগেই সংগ্রহ করেছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। ছবির সঙ্গে ভয়েসের নমুনায় যাদের মিল আছে, তাদের গ্রেফতারও করতে পারে সিবিআই।