বন্ধুকে ফোন করতে গিয়ে ভুল করে গ্রামেরই এক মহিলার নম্বরে ফোন লেগে যায়। সেই অপরাধের শাস্তি দিতে দলীয় কার্যালয়ে ডেকে ওই যুবককে বেধড়ক মারধরের অভিযোগ উঠল তৃণমূল নেতার বিরুদ্ধে। ঘটনার পর লজ্জায় অপমানে আত্মহত্যা করেন অমিত দেবনাথ নামের ওই যুবক। নদিয়ার নবদ্বীপের চর স্বরূপগঞ্জের সুকান্ত পল্লী এলাকার ঘটনা। তৃণমূল নেতার বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ জানিয়েছে যুবকের পরিবার।
পরিবারের দাবি, গত শনিবার অমিত তার এক বন্ধুকে ফোন করতে গিয়ে ভুলবশত গ্রামের এক মহিলাকে ফোন করে ফেলেছিলেন। বিষয়টি ভালো চোখে দেখেননি স্থানীয় তৃণমূল নেতা সঞ্জীব সমাদ্দার। এই কথা জানতে পেরেই অমিতকে ফোন করে দলীয় কার্যালয়ে ডাকেন তৃণমূল নেতা। অমিত দলীয় কার্যালয়ে পৌঁছালেই তৃণমূল নেতা তাকে বেধড়ক মারধর করেন। ঘটনাটি ঘটে শনিবার।
এরপর সেখানেই থেমে না থেকে পরের দিন রবিবার আবার ওই যুবককে তৃণমূলের কার্যালয়ে ডেকে সঞ্জীব সমাদ্দার মারধর করেন বলে অভিযোগ। তারপরেই ঘটে মর্মান্তিক ঘটনা। অপমান সইতে না পারে ওই যুবক রবিবার দুপুরে বাড়িতে ফিরে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হন বলে দাবি পরিবারের।
যুবকের পরিবারের অভিযোগ, ভুলবশত মহিলাকে ফোন করে ফেলেছিলেন অমিত। কিন্তু তার জন্য যে এত বড় শাস্তি দেওয়া হবে তা কিছুতেই তারা মেনে নিতে পারছেন না। পরিবারের অভিযোগ, ঘটনায় পুলিশের কাছে অভিযোগ জানানো হলেও পুলিশ অনেকক্ষণ পর ঘটনাস্থলে আসে। যুবকের আত্মহত্যার জন্য সঞ্জীব সমাদ্দারকেই দায়ী করেছেন পরিবারের সদস্যরা।