নিয়োগ দুর্নীতিতে জেরবার তৃণমূল। গ্রেফতার হয়েছেন দলের বহিষ্কৃত মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়সহ একের পর এক তৃণমূল নেতা। আদালতের নির্দেশে চাকরি গিয়েছে তৃণমূল নেতা – মন্ত্রীদের ঘনিষ্ঠ ও আত্মীয়দের। এমনকী গ্রুপ সি নিয়োগ দুর্নীতিতে চাকরি থেকে বহিষ্কৃত হয়েছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইঝি বৃষ্টি মুখোপাধ্যায়। এই পরিস্থিতিতে ফিরহাদ হাকিম দাবি করলেন তৃণমূল কংগ্রেস গঙ্গার মতো পবিত্র। মমতা বন্দ্যোপাধ্যায় ‘নিষ্পাপ’।
রবিবার মোমিনপুরে এক রাস্তা পরিদর্শনে গিয়ে ফিরহাদ বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় স্বচ্ছ, নিষ্পাপ। বাংলার মানুষ তাঁকে বিশ্বাস করেন। সংসার ধর্ম না করে মানুষের আন্দোলন করেছেন তিনি। সারা জীবন মানুষকে অর্পণ করে দিয়েছেন। মানুষের আন্দোলন করতে গিয়ে বারবার মৃত্যুমুখ থেকে ফিরে এসেছেন। তাঁর সঙ্গে কারও তুলনা চলে না’।
তিনি আরও বলেন, ‘কোনও ব্যক্তির জন্য দলের বদনাম হয় না। দল গঙ্গার মতো। গঙ্গায় তো কত নালা এসে পড়ে, তাই বলে গঙ্গা কি নালা হয়ে যায়? ’ ডিএ আন্দোলন নিয়ে তিনি বলেন, ‘সরকারি কর্মচারীরা বেশি বেতন পেলে আমরা খুশি হব। কিন্তু যদি টাকা না থাকে তাহলে মারধর করলেও আমাদের থেকে টাকা বেরোবে না।’