খড়্গপুরে এক ব্যবসায়ীর দোকান দখল করে পার্টি অফিস বানানোর অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। দোকানের মালিক গঙ্গেশ্বর পাড়িয়ালের অভিযোগ, খড়গপুর এক নম্বর ব্লকের জফলা এলাকায় তার খাবারের দোকান রয়েছে। করোনা পরিস্থিতি মধ্যে তার শরীর অসুস্থ থাকায় প্রায় এক বছর ধরে দোকানটি বন্ধ রাখা হয়। সেই সুযোগে দোকানে দলের পতাকা লাগিয়ে রীতিমতো দখল নিয়ে দলীয় কার্যালয় করেছে তৃণমূল।
গঙ্গেশ্বর বাবু বলেন, শারীরিক অসুস্থতার কারণে চল্লিশ বছরের পুরনো দোকান কিছুদিন বন্ধ রাখা হয়েছিল। এখন দোকানে এসে দেখি দলীয় কার্যালয়ের বোর্ড লাগিয়েছে তৃণমূল।
খড়গপুর এক নম্বর ব্লক তৃণমূল নেতা অশোক শাসমল জানিয়েছেন, দীর্ঘদিন ধরে বন্ধ থাকা দোকানটি গঙ্গেশ্বর পারিয়ালের বলে তাদের জানা ছিল না। পরিত্যক্ত অবস্থায় দোকানটি পড়ে থাকায় আমরা পার্টি অফিসের জন্য তার সঙ্গে যোগাযোগ করি এবং দোকানের চাবি নিই। এখন হয়তো কেউ কেউ বেশি টাকার প্রলোভন দেখিয়ে তাকে উস্কানি দিচ্ছেন।