নিজেকে ‘দুই ভারতের নাগরিক’ বলে কটাক্ষ করেছিলেন অভিনেতা ও কমেডিয়ান বীর দাস। তিনি বলেছিলেন, ‘আমি এমন এক দেশের নাগরিক যেখানে দিনের বেলা মেয়েদের পুজো দেওয়া হয় আর রাতে গণধর্ষণ।’ বীরের এই মন্তব্যের পরই তোলপাড় পড়ে যায় সব মহলে। দায়ের হয় এফআইআর। তাঁর একের পর এক শো বাতিল হতে থাকে।
এবার সেই বীর দাসকেই কলকাতায় আমন্ত্রণ জানাল তৃণমূল। রীতিমতো রেড কার্পেট বিছিয়ে দেওয়া হল। তৃণমূল সাংসদ ডেরেক ও’ ব্রায়েন টুইটে লেখেন, ‘বীর দাস, আপনি কলকাতায় আসুন। এবারের শীতে আপনাকে এখানে পেলে আমরা আনন্দিত হব। আমাকে মেসেজ করুন। চলুন এটা করে ফেলা যাক।’
বীর দাসকে ঘিরে বিতর্ক ঘনিয়েছে গত এক বছর আগে থেকেই। ঠিক কী বলেছিলেন বীর দাস? ওয়াশিংটন ডিসি-র জন এফ কেনেডি সেন্টার ফর দ্য পারফরমিং আর্টসে ৭ মিনিটের মনোলগ তুলে ধরেন তিনি। সেখানে তাঁকে বলতে শোনা যায়, ‘আমি দুই ভারতের নাগরিক। দুই কেন জানেন? কারণ, আমি এমন এক দেশের নাগরিক যেখানে দিনের বেলা মেয়েদের পুজো দেওয়া হয় আর রাতে গণধর্ষণ।’ এহেন মন্তব্যের পর বীরকে তৃণমূলের আমন্ত্রণ জানানো নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।