পঞ্চায়েত নির্বাচনের আগেই উত্তপ্ত পুরো রাজ্য। রাজ্যের বিভিন্ন জেলা থেকে আসছে গোষ্ঠী কোন্দলের খবর। এই তালিকা থেকে এবার বাদ গেল না মুর্শিদাবাদ। সম্প্রতি এই জেলায় এলো শাসকদলের গোষ্ঠীকোন্দলের খবর। প্রকাশ্যে আসা খবর অনুযায়ী, অবশেষে তৃণমূলের ব্লক সভাপতিকে বাঁশ দিয়ে পেটালো তৃণমূল কর্মীরা।
ঘটনাটি ঘটেছে চলতি সপ্তাহে শুক্রবারে রঘুনাথগঞ্জ থানার দফরপুর এলাকায়। এই এলাকাতেই বিকেলের দিকে তৃণমূলের ক্ষেতমজুর সেলের ব্লক সভাপতি মইদুল ইসলামকে বাঁশ দিয়ে মারধোর করে তৃণমূল কর্মীরা। মূলত দুই বুথে ভোটার ট্রান্সফরকে কেন্দ্র করে সংঘর্ষের সূত্রপাত।
অভিযোগের ভিত্তিতে জানা গেছে যে, এলাকায় তৃণমূল কর্মী নামে পরিচিত নবাব শেখ, নুরুল ইসলাম, রবিউল হক, বাবলু বিশ্বাস, মোস্তফ শেখরা ব্লক সভাপতি মইদুল ইসলামের উপর হামলা করে। উক্ত তৃণমূল নেতা গুরুতরভাবে আহত হয়েছেন এবং জঙ্গিপুর মহুকুমা হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে বলে জানা গেছে।