বুধবার ঝড় থেমে যাওয়ার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, শুক্রবার তিনি ইয়াসে ক্ষতিগ্রস্ত তিন জেলা পরিদর্শনে যাবেন। এদিন জানা গেল, আগামী কাল কলাইকুণ্ডায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। মুখ্যমন্ত্রী এদিন নবান্নে বলেন, “আগামীকাল প্রধানমন্ত্রী আসছেন কলাইকুণ্ডায়। আমাকে বলা হয়েছে। আমি যাব।”
প্রসঙ্গত আমফানের এক দিন পরেই বাংলার দুর্যোগ কবলিত এলাকা পরিদর্শনে এসেছিলেন প্রধানমন্ত্রী। বসিরহাটের একটি স্কুলে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করে প্রাথমিক ভাবে এক হাজার কোটি টাকা দেওয়ার কথা ঘোষণাও করেছিলেন তিনি।
Asha
আগামীকাল কলাইকুণ্ডায় আসার আগে আকাশ পথে ওড়িশার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে সেখানকার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকের সঙ্গেও বৈঠক করবেন প্রধানমন্ত্রী। জানা গিয়েছে, কলাইকুণ্ডার বৈঠক শেষে মুখ্যমন্ত্রীকে নিয়ে আকাশ পথে পূর্ব মেদিনীপুরের বেশ কিছু এলাকা পরিদর্শন করতে পারেন মোদী।
মুখ্যমন্ত্রীর আগামী কাল প্রথমে যাওয়ার কথা সন্দেশখালি, ধামাখালি। আকাশ পথে এলাকা পরিদর্শনের পর বসিরহাটে প্রশাসনিক বৈঠক করবেন মমতা। সেখান থেকে তিনি যাবেন দক্ষিণ চব্বিশ পরগনা। সেখানেও এলাকা পরিদর্শনের পর প্রশাসনিক বৈঠকের সূচি রয়েছে মুখ্যমন্ত্রীর। তবে পূর্ব মেদিনীপুরে কাল পরিদর্শন করলেও প্রশাসনিক বৈঠক রয়েছে পরের দিন অর্থাৎ শনিবার। শুক্রবার রাতে দিঘায় থাকবেন মুখ্যমন্ত্রী।
ইতিমধ্যেই জেলাগুলির থেকে ক্ষয়ক্ষতির রিপোর্ট চেয়েছেন মুখ্যমন্ত্রী। গতকালই প্রাথমিক রিপোর্টের ভিত্তিতে মমতা জানিয়েছিলেন প্রায় তিন লক্ষ বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। সমুদ্রের নোনা জল চাষের জমিতে ঢুকে কৃষিতে ব্যাপক ক্ষতি হয়েছে। তাছাড়া প্রায় এক কোটি মানুষ এই দুর্যোগ কবলিত বলে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী।
এখন দেখার কালকের বৈঠকে প্রধানমন্ত্রী বাংলার জন্য স্পেশাল কোনও আর্থিক প্যাকেজ ঘোষণা করেন কি না। আগেই অবশ্য অর্থ নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠকে বৈষম্যের অভিযোগ তুলেছিলেন মমতা।