আগামী বিধানসভা নির্বাচনে বাংলা জয়ের লক্ষ্যে নেমেছে বিজেপি। আর সেই লক্ষ্যেই শাসক দল তৃণমূল থেকে একাধিক, নেতা, বিধায়ক, সাংসদরা বিজেপিতে যোগ দেন। এছাড়াও টলিউডের দিকে বিশেষ নজর দিয়েছে বিজেপি। প্রায় দিনই টলিউডের কোনও না কোনও তারকা গেরুয়া শিবিরে যোগ দিচ্ছেন। যশ দাশগুপ্ত, হিরণ চট্টোপাধ্যায়দের মতো অভিনেতার পর এবার টলিউডের বিখ্যাত অভিনেত্রী পায়েল সরকার আজ বিজেপিতে যোগ দেন।
অভিনেত্রী পায়েল সরকারের হাতে দলীয় পতাকা তুলে দেন রাজ্য বিজেপির সভাপতি তথা মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার উপস্থিতিতে বিজেপির সদস্যতা গ্রহণ করেন পায়েল সরকার।
উল্লেখ্য, গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে টলিউডের একঝাঁক তারকা তৃণমূলে যোগ দিয়েছিলেন। কাঞ্চন মল্লিক, রাজ চক্রবর্তী, জুন মালিয়া, সায়নী ঘোষ’রা গতকাল তৃণমূলের পতাকা হাতে তুলে নেন। সায়নী ঘোষের তৃণমূলে যোগ দেওয়ার পর মুখ খোলেন শ্রীলেখা মিত্র। তিনি সরাসরি সায়নী ঘোষের বিরুদ্ধে বিক্রি হয়ে যাওয়ার অভিযোগ তোলেন।
এছাড়াও গতকাল মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে যোগ দেন ক্রিকেটার মনোজ তিওয়ারি। দুপুরে মনোজ তিওয়ারির তৃণমূলে যোগ দেওয়ার পর, সন্ধ্যে বেলায় বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর হাত ধরে বিজেপিতে যোগ দেন ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার অশোক দিন্দা।