রবিবার সন্ধ্যা ৬ টায় লোকসভা নির্বাচনের সপ্তম তথা শেষ দফার ভোট গ্রহণ প্রক্রিয়া শেষ হল। তার পরই রাজ্য ওয়াড়ি বুথ ফেরত সমীক্ষা প্রকাশ করতে শুরু করে দিল টুডেজ চাণক্য-নিউজ টোয়েন্টি ফোর।
চাণক্য-র সমীক্ষার দাবি, চোদ্দর মতোই উনিশের লোকসভা ভোটে গুজরাতে সুইপ করতে চলেছে বিজেপি। গুজরাতের ২৬ টি আসনের মধ্যে ২৬ টিই পেতে পারে গেরুয়া শিবির। সেই সঙ্গে তাঁদের এও দাবি, হরিয়ানায় দশটি আসনের মধ্যে দশটি এবং দিল্লির সাতটি আসনের মধ্যে সাতটিই পেতে পারে বিজেপি।
গুজরাত ( মোট আসন ২৬)
বিজেপি ২৬ +/- (২)
কংগ্রেস ২ +/- (২)
মধ্যপ্রদেশ (মোট আসন ২৯)
বিজেপি ২৭ +/- (২)
কংগ্রেস ২ +/- (২)
উত্তরাখণ্ড (মোট আসন ৫)
বিজেপি ৫ +/- (১)
কংগ্রেস ০ +/- (১)
কেরল (মোট আসন ২০)
ইউডিএফ ১৬ +/- (৩)
এলডিএফ ৪ +/- (৩)
বিজেপি ০ +/- (১)
দিল্লি ( মোট আসন ৭)
বিজেপি ৭ +/- (২)
কংগ্রেস ০ +/- (১)
আপ ০ +/- (১)
হরিয়ানা (মোট আসন ১০)
বিজেপি ১০ +/- (২)
কংগ্রেস ০ +/- (২)
আইএনএলডি ০
ছত্তীসগড় (মোট আসন ১১)
বিজেপি ৯ +/- (২)
কংগ্রেস ২ +/- (২)
তামিলনাড়ু (মোট আসন ৩৮)
এআইএডিএমকে ৬ +/- (৪)
ডিএমকে ৩১ +/- (১৬)
অন্যান্য ১ +/- (১)
রাজস্থান (মোট আসন ২৫)
বিজেপি ২৫ +/-(৩)
কংগ্রেস ০ +/- (৩)
কর্নাটক (মোট আসন ২৮)
বিজেপি ২৩ +/- (৪)
কংগ্রেস ৫ +/- (৪)
অন্যান্য ০
অন্ধ্রপ্রদেশ (মোট আসন ২৫)
তেলগু দেশ ১৭ +/- (৩)
ওয়াইএসআর ৮ +/- (৩)
অসম (মোট আসন ১৪)
বিজেপি ১০ +/- (৩)
কংগ্রেস ৩ +/- (৩)
অন্যান্য ১ +/- (১)
তেলঙ্গনা (মোট আসন ১৭)
বিজেপি ১ +/- (১)
টিআরএস ১৪ +/- (২)
কংগ্রেস ১ +/- (১)
অন্যান্য ১ +/- (১)
হিমাচল প্রদেশ ( মোট আসন ৪)
বিজেপি ৪ +/- (১)
কংগ্রেস ০ +/- (১)
মহারাষ্ট্র ( মোট আসন ৪৮)
বিজেপি ৩৮ ০ +/- (৫)
কংগ্রেস ১০ +/- (৫)
বিহার ( মোট আসন ৪০)
বিজেপি-নীতীশ ৩২ +/- (৪)
আরজেডি-কংগ্রেস ৮ +/- (৪)
ঝাড়খণ্ড ( মোট আসন ১৪)
বিজেপি ১০ +/- (৩)
কংগ্রেস ৪ +/- (৩)
ওড়িশা (মোট আসন ২১)
বিজেপি ১৪ +/- (৩)
বিজেডি ৭ +/- (৩)
কংগ্রেস ০ +/- (০)
পঞ্জাব ( মোট আসন ১৩)
কংগ্রেস ৬ +/- (৩)
এনডিএ ৬ +/- (৩)
আপ ১ +/- (১)
উত্তরপ্রদেশ (মোট আসন ৮০)
বিজেপি ৬৫ +/- (৮)
কংগ্রেস ২ +/- (২)
সপা-বসপা ১৩ +/- (৬)
পশ্চিমবঙ্গ (মোট আসন ৪২)
তৃণমূল কংগ্রেস- ২৩ +/- (৮)
বিজেপি- ১৮ +/- (৮)
কংগ্রেস ১ +/- (১)
বুথ ফেরত সমীক্ষার ব্যাপারে একটা কথা পরিষ্কার জানিয়ে রাখা ভাল। তা হল, এ ধরনের সমীক্ষায় সব সময়েই যে সঠিক ফলাফল আন্দাজ করা যায় তা নয়। বুথ ফেরত সমীক্ষার সঙ্গে প্রকৃত ফলাফল মেলেনি এমন অনেক উদাহরণ রয়েছে। তবে সমীক্ষা মিলতেও দেখা গিয়েছে বেশ কয়েকবার। বিশেষজ্ঞদের মতে, বুথ ফেরত সমীক্ষা থেকে ভোট শতাংশের যে ইঙ্গিত পাওয়া যায় সেটাই গুরুত্বপূর্ণ। কারণ তা থেকে মোটামুটি ভাবে একটা ট্রেন্ড বোঝা যায়। কিন্তু ভোট শতাংশ থেকে প্রকৃত সংখ্যা নির্ধারণ করার প্রক্রিয়া ত্রুটিমুক্ত নয়।
সে দিক থেকে উল্লেখযোগ্য হল, এখনও পর্যন্ত প্রকাশিত সমস্ত বুথ ফেরত সমীক্ষাই জানাচ্ছে এনডিএ বেশ কয়েক কদম এগিয়ে রয়েছে কংগ্রেস জোটের থেকে।