আজ রাজ্য জুড়ে হিন্দুত্বের ঝড় তুলবেন যোগী আদিত্যনাথ। দক্ষিণ বঙ্গে চারটি সভা করবেন তিনি। যোগীর পাশাপাশি আজ অমিত শাহ—ও বিভিন্ন জেলায় চারটি সভা করবেন।
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্য নাথ প্রথম সভাটি উত্তর চব্বিশ পরগনার বনগাঁ শহরে করবেন। বিজেপি প্রার্থী শান্তুনু ঠাকুরের সমর্থনে নির্বাচনী সভা করবেন। মতুয়া সম্প্রদায়ের ভোট নিজেদের অনুকূলে টানতেই যোগীকে মতুয়াধামে পাঠাচ্ছেন অমিত শাহ। তারপর দ্বিতীয় সভাটি মুর্শিদাবাদের বহরমপুরে করবেন তিনি। বহরমপুরের বিজেপি প্রার্থী কৃষ্ণ জোয়ারদার আর্য। এই কেন্দ্রের পাশাপাশি এই জেলার জঙ্গীপুর এবং মূর্শিদাবাদ আসনটিকেও লড়াইয়ে রাখছে গেরুয়া শিবির। সেইজন্য সংখ্যালঘু আসনগুলিতে হিন্দু ভোট চানতে গেরুয়াধারী যোগীর উপর আস্থা রাখছেন দলের সর্বভারতীয় সভাপতি। দিনের তৃতীয় সভাটি যোগী অাদিত্যনাথ করবেন পূর্ব বর্ধমানে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হুগলী জেলায় শেষ সভা করে বাংলা ছাড়বেন। হুগলী কেন্দ্রের প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের সমর্থনে বাঁশবেড়িয়ায় সভা করবেন।
যোগীর পাশাপাশি অমিত শাহ—ও চারটি জনসভা করবেন। তিনি হাওড়ার শ্যামপুর, বীরভূমের রামপুরহাট, নদীয়ার কৃষ্ণনগর এবং বর্ধমানে সভা করবেন।