রাজনৈতিক কর্মসূচির কারণে আজ শহর কলকাতায় দেখা দিতে পারে তীব্র যানজট। নাগরিক সংশোধনী আইন ও এনআরসির প্রতিবাদে পৃথকভাবে রাজনৈতিক কর্মসূচি নিয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস (TMC) ছাড়াও ১৭টি বামদল, পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস। কমবেশি সকলের কর্মসূচির সময় একই রয়েছে। সকাল থেকেই কর্মসূচি সামাল দিতে তৎপর হয়েছে পুলিশ। তা সত্ত্বেও যানজটের আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
তৃণমূল কংগ্রেসের কর্মসূচি হবে রানী রাসমণি এভিনিউতে। তৃণমূল যুব কংগ্রেস ও তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে আয়োজিত এই সভা শুরু হবে দুপুর ১টায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বক্তৃতা করতে আসবেন বেলা সাড়ে চারটে নাগাদ। বেলা চারটে থেকে উত্তর কলকাতার রামলীলা ময়দান থেকে পাক সার্কাস পর্যন্ত মিছিল করবে বাম (Left) দলগুলো। বিকেল তিনটে নাগাদ স্টেটসম্যান হাউজের সামনে থেকে প্রতিবাদ কর্মসূচি নিয়েছে প্রদেশ কংগ্রেস (Congress)। তাই দুপুর থেকে বিকেল পর্যন্ত ব্যাপক যানজটের সম্ভাবনা রয়েছে শহর কলকাতায়।এছাড়াও একাধিক সংগঠন পতাকা ছাড়া মিছিলের ডাক দিয়েছে। বিভিন্ন সংগঠনকে নিয়ে তৈরি হয়েছে যুক্তমঞ্চ। সেই মিছিল দুপুর বারোটায় মৌলালি রামলীলা ময়দান থেকে শুরু হওয়ার কথা। শেষ হবে নিউ মার্কেটের সামনে।
নীল রায়।