শনিবারও যে আবহাওয়ার হাল একইরকম থাকবে জানাল আলিপুর আবহাওয়া দফতর। IMD-র জানিয়েছে, বিগত ২৪ ঘণ্টায় শহরে গড়ে ৩১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। শনিবারও শহর তথা রাজ্যজুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলেই খবর। আলিপুর জানিয়েছে, এদিন মূলত মেঘাচ্ছন্ন থাকবে কলকাতার আকাশ।
বজ্রপাতের সম্ভাবনা রয়েছে শহরে।শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকার কথা ৩২ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। উল্লেখ্য, শুক্রবার শহরের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল যথাক্রমে ৩১ ও ২৫.৫ ডিগ্রি সেলসিয়াস।উত্তরবঙ্গের বেশ কিছু জায়গাতেও হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
জানা গিয়েছে, সে ক্ষেত্রে সাত থেকে ১১ সেন্টিমিটার বৃষ্টিপাত হতে পারে। আসলে উত্তরবঙ্গে বৃষ্টিপাত শুরু হয়েছে গত বৃহস্পতিবার থেকেই। হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, বর্তমানে হিমালয়ের পাদদেশে অবস্থান করছে বর্ষা। যার জেরে ফের লাগাতার বৃষ্টি শুরু হয়েছে উত্তরবঙ্গে। গতকাল দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী থেকে অতিভারী বৃষ্টি হয়েছিল। আজ বৃষ্টিপাতের পরিমাণ সামান্য কমেছে। তবে বঙ্গে বর্ষা প্রবেশের পর থেকেই ভিজছে উত্তরবঙ্গ। যার জেরে একাধিক জায়গায় ধসের চিত্র দেখা গিয়েছে।।তবে এখনই বৃষ্টির হাত থেকে রেহাই নেই.
যার অর্থ শনিবার উত্তরবঙ্গের জেলাগুলিতেও এদিনও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতরের দেওয়া তথ্য অনুযায়ী, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, মালদা, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে এদিন ভারী বৃষ্টিপাত হতে পারে।তবে এখনই বৃষ্টির হাত থেকে রেহাই নেই।