আজ, শুক্রবার বেলা বারোটা নাগাদ রাজভবনে বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও রাজ্যপাল জগদীপ ধনকার। বৈঠকে রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে কথা হতে পারে বলে খবর।
কয়েকদিন আগেই পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে নিযুক্ত হয়েছেন জগদীপ ধনকার।
এরমধ্যেই তাঁর কাছে রাজ্যের বিরোধী রাজনৈতিক দলগুলি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের বিরুদ্ধে নালিশ জানাতে শুরু করেছে। যেমন ১ আগস্ট ভাটপাড়ার শান্তি ফেরানোর দাবিতে কংগ্রেসের সংখ্যালঘু সেলের রাজভবন অভিযান ছিল। যদিও পুলিশি বাধায় তারা রাজভবন পর্যন্ত পৌঁছতে পারেনি। আজকের বৈঠকে এই বিষয়গুলো নিয়ে কথা হতে পারে।
এদিকে আজ শহরে এসেছেন নির্বাচন কমিশনার সুনীল অরোরা। সকাল দশটার বিমানবন্দরে নেমে তারপর সেখান থেকে গ্র্যান্ড হোটেলে যান। এরপর সল্টলেকে জুডিশিয়াল ইনস্টিটিউটের এক সেমিনারে যোগ দেবেন তিনি।
শনিবার সকালে ১১ টা নাগাদ আইআইএম জোকা ইনস্টিটিউটে একটি সেমিনারে যোগ দিয়ে সেখান থেকেই রওনা দেবেন দিল্লির উদ্দেশ্যে। যদিও এই দুটি অনুষ্ঠানে সংবাদমাধ্যমের কোন প্রবেশ নেই।