টালা ব্রিজের ওপর ভারী গাড়ি চলাচল রুখতে হাইটবার বসানোর সিদ্ধান্ত পূর্ত দফতর। এই বিষয়ে দরপত্র আহ্বান করল তারা। দরপত্রে বেশকিছু শর্ত আরোপ করা হয়েছে। তাতে বলা হয়েছে, তিন সপ্তাহের মধ্যে এই কাজ শেষ করতে হবে। ব্রিজের উত্তর, দক্ষিণ দিক ছাড়াও চিৎপুরের দিকে সেতুর যে অংশ নেমেছে সেদিকেও বসানো হবে হাইটবার। সেইসঙ্গে সঙ্গে দরপত্রে এটাও বলা হয়েছে যে সংস্থা দায়িত্ব পাবে, তিন বছরের জন্য সেই সংস্থাকেই এই হাইটবারের সব দায় দায়িত্ব নিতে হবে। তিনটি হাইটবার বসানোর জন্য খরচ ধরা হয়েছে ২৬ লক্ষ টাকা।
প্রসঙ্গত, মাঝেরহাট ব্রিজ ভেঙে পড়ার পরেই রাজ্যের সমস্ত সেতুগুলোর স্বাস্থ্য পরীক্ষা করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। সেই মর্মে এবার পালা টালা ব্রিজের।
সূর্য সরকার।