কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশে আস্থা ভোট হল ভাটপাড়া পৌরসভায় (Bhatpara Municipality)। মঙ্গলবার হওয়া এই ভোটে ১৯-০ ব্যবধানে জয় পেল তৃণমূল কংগ্রেস। আস্থা ভোটে অংশ নেননি বিজেপির কাউন্সিলররা। এর আগের দিনের ভোটাভুটিতেও অংশ নেননি গেরুয়া শিবিরের কাউন্সিলররা। এমন একতরফা জয়ের পর স্বাভাবিকভাবেই খুশীর হাওয়া তৃণমূল (TMC) শিবিরে।
ভোটাভুটিতে অংশ না নিয়ে বিজেপি (BJP) সুপ্রিম কোর্টে মামলা করার কথা জানিয়েছে বিজেপি। প্রসঙ্গত, ১৯-০ ভোটে জয়ের পর চেয়ারম্যান পদ নিয়ে বড়সড় প্রশ্ন চিহ্ন উঠে গিয়েছে, কে হবে তৃণমূলের চেয়ারম্যান ? সূত্রের খবর, ভাটপাড়া পৌরসভায় প্রশাসক নিয়োগ করতে পারে রাজ্য সরকার।