লোকসভা ভোটের মুখে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিলেন প্রায় আটশো তৃণমূল কর্মী সমর্থক। রবিবার দক্ষিণ ২৪ পরগণার জয়নগর লোকসভা কেন্দ্রের অন্তর্গত মগরাহাটে বিজেপির কর্মী সম্মেলনে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন এই সব তৃণমূল কর্মী সমর্থক। তৃণমূল দল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া কর্মীদের মধ্যে ছিলেন মগরাহাট পূর্ব ব্লকের যুব তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি সুবিদ আলি খালাসি, হটোর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য প্রদীপ সাহা, অশোক কর্মকার সহ এলাকার প্রচুর সংখ্যালঘু তৃণমূল কর্মী সমর্থক।
তৃণমূল দল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া কর্মীরা এদিন দক্ষিণ ২৪ পরগণা পূর্ব জেলা সভাপতি সুনিপ দাসের হাত থেকে বিজেপির দলীয় পতাকা নেন। সভা মঞ্চে উপস্থিত ছিলে দক্ষিণ ২৪ পরগণা জেলা বিজেপির সহ সভানেত্রী অমৃতা বন্দ্যোপাধ্যায় সহ জেলা বিজেপির অন্যান্য নেতৃবর্গ।
দীর্ঘদিন ধরেই এলাকায় এই সমস্ত তৃণমূল কর্মী সমর্থকরা দলের কাছে ব্রাত্য হয়েছিলেন বলে অভিযোগ। তাছাড়া দলের দুর্নীতির প্রতিবাদ করার কারণে তারা দলের কাছেই অপমানিত হচ্ছিলেন। আর সেই কারণেই নরেন্দ্র মোদীর আদর্শকে ভালোবেসে লোকসভা ভোটের আগেই তৃণমূল ছেড়ে প্রায় আটশো কর্মী সমর্থক এদিন বিজেপি দলে যোগ দেন। এ বিষয়ে দক্ষিণ ২৪ পরগণা পূর্ব জেলার বিজেপির সভাপতি সুনিপ দাস বলেন, “ তৃণমূলের বিদায় ঘণ্টা বেজে গিয়েছে। আর সেই কারণেই ঐ দল ছেড়ে প্রায় প্রতিদিনই বহু নেতা কর্মীরা গণতন্ত্র বাঁচানোর তাগিদে বিজেপিতে যোগ দিচ্ছেন। নরেন্দ্র মোদীজী, অমিত শাহজীর ডাকে সারা দিয়েই এদিন প্রায় আটশো তৃণমূল নেতা কর্মী বিজেপিতে যোগ দিলেন”। যদিও তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দানের কথা অস্বীকার করেছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব।