আপাতত স্বস্তিতে অর্জুন সিং৷ তাঁর বিরুদ্ধে আনা তৃণমূলের অনাস্থা প্রস্তাবের আবেদন এখনই শুনবে না কলকাতা হাইকোর্ট৷ আদালত দুপক্ষকেই আগামী চার সপ্তাহের মধ্যে হলফনামা জমা দিতে হবে বলে নির্দেশ দিয়েছে৷
মামলার পরবর্তী শুনানি ৬ সপ্তাহ পরে বলে জানা গিয়েছে৷ ফলে ততদিনে ভোটের যাবতীয় প্রক্রিয়াও মিটে যাবে৷ তাই অর্জুন সিংয়ের বিরুদ্ধে এই অনাস্থা প্রস্তাবের জের ভোট বাক্সে পড়বে না বলেই মনে করছেন অর্জুন অনুগামীরা৷
গত ২২ শে মার্চ দিল্লিতে বিজেপিতে যোগদান করেন অর্জুন সিং। এরই মধ্যে ভাটপাড়া পুরসভার চেয়ারম্যান অর্জুনের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় তৃণমূল৷ মঙ্গলবার সেই মামলার শুনানিতে অনাস্থা প্রস্তাবের ওপর কোনো অন্তর্বর্তী স্থগিতাদেশ দেননি কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী৷
এদিন মামলার শুনানি চলাকালীন অর্জুন সিংয়ের পক্ষের আইনজীবী আদালতে জানান বলপূর্বক ভাটপাড়া পুরসভার কাউন্সিলরদের অনাস্থা প্রস্তাবে সই করিয়ে নেওয়া হয়৷ পরে এই মর্মে যে নোটিশ জারি করা হয়েছিল তা আইন মেনে করা হয়নি।
যদিও সরকার পক্ষের আইনজীবী রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত আদালতে জানিয়ে ছিলেন আইন মেনেই সেই নোটিশ জারি করা হয়েছিল এবং ভাটপাড়া পুরসভার প্রতিনিধিরা স্বেচ্ছায় সেখানে সই করেছিলেন৷ উভয় পক্ষের বক্তব্য শোনার পর চার সপ্তাহের মধ্যে দুপক্ষকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেন বিচারপতি তপোব্রত চক্রবর্তী।