মুর্শিদাবাদ: ২০২১-এ পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট৷ ওই ভোটে তৃণমূল ৩০টি আসনও পাবে না বলে ফের জানালেন বিজেপি নেতা মুকুল রায়৷ রবিবার মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার অজগর পাড়ায় দলীয় কর্মীদের উদ্দেশ্য এ কথা বলেন তিনি৷ এছাড়া ওই এলাকার বন্যা পরিস্থিতি নিয়ে মমতা সরকারকে কটাক্ষ করেন মুকুল রায়৷
বিজেপি নেতা মুকুল রায়ের অভিযোগ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই রাজ্যের কৃষকদের জন্য ঋণের ব্যবস্থা করেছেন৷ ওই ঋণ যারা পাবেন তাদের তালিকা রাজ্য সরকারকে পাঠাতে হয় কেন্দ্রে৷ কিন্তু সেই তালিকা সঠিক সময় পাঠানো হয় না৷ তার জন্য অনেক কৃষক তাঁদের প্রাপ্তি থেকে বঞ্চিত হচ্ছেন৷
গত রবিবার কলকাতা থেকে সড়কপথে উত্তরবঙ্গ যাওয়ার যাচ্ছিলেন বিজেপি নেতা মুকুল রায়৷ যাওয়ার পথে মুর্শিদাবাদের অজগর পাড়া মোড়ে রাস্তার উপরে দলীয় কর্মীদের দাঁড়িয়ে থাকতে দেখেন৷ তখন তিনি গাড়ি থেকে নেমে আসেন৷ এবং তাদের সমস্যার কথা জানতে চান৷ তারপর কর্মীদের উদ্দেশ্য বলেন, শুধু সময়ের অপেক্ষা মমতা বন্দ্যোপাধ্যায় ৩০টি আসনও দখল করতে পারবে না৷
মাস দুয়েক আগে বিষ্ণুপুরে যাওয়ার পথে গ্রামীণ হাওড়ার আমতায় বিজেপির একটি দলীয় অনুষ্ঠানে যোগ দেন মুকুল রায়। সেখানে তিনি জানান, উত্তরবঙ্গ থেকে তৃণমূল উঠে গেছে,আগামী বিধানসভা নির্বাচনের পরে দক্ষিণবঙ্গ থেকেও উঠে যাবে ওই দলটি৷ গত লোকসভা নির্বাচনেই বাংলার মানুষ সুস্পষ্ট জনাদেশ দিয়েছেন৷ উনি সেটি মানছেন না৷ দু’কোটি ৩০ লক্ষ মানুষ বিজেপিকে ভোট দিয়েছে৷ উনি সেই জনাদেশ উপেক্ষা করে জোর করে ক্ষমতা ধরে রেখেছেন৷ ২০২১ বিধানসভা ভোটে তৃণমূল ৩০টি আসনও পাবে না বলে দাবি করেন মুকুল।
সৌজন্যে কলকাতা২৪x৭.কম